পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অসম, উত্তরপ্রদেশে বিক্ষোভকারীদের কুকুরের মতো গুলি করে মেরেছে, এখানেও মারব : দিলীপ

BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "এখানে আসবে, খাবে আর এখানকার সম্পত্তি নষ্ট করবে ৷ জমিদারি পেয়েছে না কি ? লাঠিও মারব, গুলিও মারব, জেলেও ঢুকিয়ে রাখব ৷ এটাই করেছে আমাদের সরকার ৷"

Dilip Ghosh
দিলীপ ঘোষ

By

Published : Jan 12, 2020, 11:57 PM IST

Updated : Jan 13, 2020, 9:04 AM IST

রানাঘাট, 12 জানুয়ারি : "অসম, উত্তরপ্রদেশে আমাদের সরকার এই শয়তানদের কুকুরের মতো গুলি করে মেরেছে ৷ তুলে নিয়ে গিয়ে কেসও দিয়েছে ৷ " CAA, NRC-র প্রতিবাদে বিক্ষোভাকারীদের প্রসঙ্গে আজ এই মন্তব্য করেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ পাশাপাশি বলেন, "অনুপ্রবেশকারীরা এখানে রেল, ট্রেন পুড়িয়ে দিয়েছে ৷ কিন্তু পশ্চিমবঙ্গে একটা গুলিও চলেনি, লাঠিও চলেনি, FIR-ও হয়নি ৷ দিল্লির পুলিশও কাউকে গ্রেপ্তার করেনি ৷ ভোটার বলে কিছু করছেন না ? " অসম-উত্তরপ্রদেশে বিক্ষোভকারীদের কুকুরের মতো গুলি করে মেরেছে ৷ বাংলাতেও একইরকম আচরণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি ৷

আজ নদিয়ার রানাঘাটে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির সমর্থনে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল ৷ মিছিল শেষে সভামঞ্চ দিলীপবাবু বলেন, "এখানে আসবে, খাবে আর এখানকার সম্পত্তি নষ্ট করবে ৷ জমিদারি পেয়েছে না কি ? লাঠিও মারব, গুলিও মারব, জেলেও ঢুকিয়ে রাখব ৷ এটাই করেছে আমাদের সরকার ৷" মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই কিছু করার ৷ খালি ভাষণ আছে ৷ কথায় কথায় রাস্তার এ মাথা আর ও মাথা হেঁটে বেড়াচ্ছেন ৷ কিছু করতে পারেন না, খালি ডায়লগ দেন ৷ এতদিন বলছিলেন মোদিকে আসতে দেব না ৷ চুপচাপ কাল মোদিজির কাছে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন ৷ ভুল করেছি ৷ মাফ করে দিন ৷ এখানে না হলেও দিল্লিতে মোদিজির বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকেন ৷ নির্বাচনের আগে বলেছিলেন মোদি এক্সপায়ারি প্রধানমন্ত্রী ৷ দিদিমণি আপনি নিজেই এক্সপায়ারি CM হয়ে গেছেন ৷ আর তো মাত্র একটা বছর ৷ "

রানাঘাটে CAA ও NRC-র সমর্থনে সভা করেন দিলীপ ঘোষ


আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে বেলুড় মঠে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখান থেকে CAA নিয়ে বার্তা দেন ৷ যা নিয়ে CPI(M) নেতা মহম্মদ সেলিমের বক্তব্য, "দলীয় বার্তা দিতে ধর্মীয় মঞ্চ, রামকৃষ্ণ মিশন, মঠকে ব্যবহার করছেন নরেন্দ্র মোদি ৷ " এ বিষয়ে দিলীপবাবুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "মহম্মদ সেলিম কতটুকু রামকৃষ্ণ মিশনের মাহাত্ম্য বোঝেন আমি জানি না ৷ নরেন্দ্র মোদি রামকৃষ্ণের মতাদর্শে বড় হয়েছেন ৷ ছোটোবেলা থেকেই তাঁর মিশনে যাতায়াত ৷ স্বামীজিদের আশীর্বাদে উনি সফল হয়েছেন ৷ ওই নরেন্দ্রর দেখানো পথেই এই নরেন্দ্র চলেছে ৷ সে'জন্য দেশের উন্নয়ন হচ্ছে ৷ যারা জ্বলছে তারা জ্বলুক ৷ "

Last Updated : Jan 13, 2020, 9:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details