তেহট্ট, 2 জুন :নদিয়ার তেহট্টে দলীয় মিছিল শেষে জনসভায় উপস্থিত হয়ে অনুব্রত মণ্ডলের সিবিআই জেরা প্রসঙ্গে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Criticises Anubrata Mandal in Nadia)৷ তিনি ছাড়াও এদিন তেহট্ট থানার জিতপুরে আয়োজিত দলীয় জনসভায় উপস্থিত ছিলেন নদিয়া উত্তর জেলা সাংগঠনিক সভাপতি অর্জুন বিশ্বাস-সহ অন্যান্য জেলা নেতৃত্ব ।
জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "বেশি দিন হাজিরা না-দিয়ে বাঁচবেন না, সেই কারণেই একপ্রকার বাধ্য হয়ে তিনি সিবিআই দফতরে যাচ্ছেন । তবে সিবিআই ডাকলেই সে দোষী নয় । আমরা চাই সকলে তদন্তকারী অফিসারদের সত্যিটা সামনে আনতে সাহায্য করুন ।"
আরও পড়ুন :Anubrata Mandal : ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআই দফতরে হাজিরা অনুব্রতর