পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Santipur Suicide : ছেলের শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না-পেরে আত্মঘাতী বাবা

পারিবারিক বিবাদ নিয়ে ছেলের শ্বশুরবাড়ির সঙ্গে ঝগড়া ৷ আর তার জেরেই আত্মহত্যা করলেন অমল সরকার নাম এক প্রৌঢ় (Santipur Suicide) ৷ ঘটনাটি নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর বীণাপাণির মাঠ সংলগ্ন এলাকার ৷ দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷

Santipur Suicide
ছেলের শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী

By

Published : Jun 15, 2022, 7:13 PM IST

শান্তিপুর, 15 জুন : ছেলের শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না-পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি (Santipur Suicide)। মৃত ব্যক্তির নাম অমল সরকার (52) ৷ তবে পরিবারের দাবি, বড় ছেলের শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মেরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর বীণাপাণির মাঠ সংলগ্ন এলাকায় ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন ভোররাতে বাড়িতে তাঁত ঘরের ভেতরে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় । এরপর খবর দেওয়া হয় পুলিশকে ৷ ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ ৷ এরপর ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে জানান ।

পরিবারের অভিযোগ, মঙ্গলবার সকাল থেকেই ওই ব্যক্তির বড় ছেলের শ্বশুরবাড়ির সঙ্গে ঝগড়া হয় ৷ এরপরেই বড় ছেলের শ্বশুরবাড়ির লোকজন ওই ব্যক্তির বাড়িতে এসে চড়াও হয় ৷ এছাড়াও বাড়ির একাধিক সদস্যকে মারধর করে । শুধু তাই নয়, ওই ব্যক্তিকেও মারধর করে বড় ছেলের শ্বশুর বাড়ির লোকজন । এই ঝগড়া চলে অনেক রাত পর্যন্ত । এরপরই ভোররাতে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে হতভম্ভ হয়ে পড়ে পরিবার ।

ছেলের শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী

আরও পড়ুন :Lover Dies by Suicide : প্রেমিককে আত্মহত্যার প্ররোচনার ঘটনায় গ্রেফতার প্রেমিকা

পরিবারের অভিযোগ, ওই ব্যক্তি নিজে থেকে আত্মঘাতী হননি, তাঁকে মেরে ফেলা হয়েছে । এই ঘটনায় অমল সরকারের পরিবার তাঁর বড় ছেলের শ্বশুরবাড়ির পরিবারের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করবে বলে জানান । এই ঘটনায় শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য গোপাল মজুমদার জানান, সকালে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে সবটাই জেনেছি ৷ ওই ব্যক্তির বড় ছেলের শ্বশুরবাড়ির সঙ্গে একটি ঝামেলা হয় ৷ তবে কীভাবে এই ঘটনা ঘটল আমার সঠিক জানা নেই । বুধবার মৃতদেহটি উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ ৷ এছাড়াও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । পাশাপাশি ওই ব্যক্তি নিজে থেকেই আত্মঘাতী হলেন নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য আছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details