পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dhubulia Police seizes duplicate material : ধুবুলিয়ায় বাজেয়াপ্ত নামজাদা কোম্পানির নকল খাদ্যসামগ্রী, নিত্যপ্রয়োজনীয় জিনিস - Dhubulia Police recovers duplicate material

ধুবুলিয়ার নিমতলায় হানা দিয়ে লক্ষ লক্ষ টাকার নকল নিত্যপ্রয়োজনীয় জিনিস, খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করল পুলিশ (Dhubulia Police seizes duplicate material of branded company from Nimtala in Nadia) ৷

Dhubulia Police recovers duplicate material
ধুবুলিয়ায় উদ্ধার নামজাদা কোম্পানির নকল সামগ্রী

By

Published : Dec 18, 2021, 2:47 PM IST

Updated : Dec 18, 2021, 4:08 PM IST

ধুবুলিয়া, 18 ডিসেম্বর: লক্ষ লক্ষ টাকার নকল প্রসাধনী ও খাদ্য সামগ্রী তৈরির কারখানায় তল্লাশি অভিযান চালিয় প্রচুর নকল জিনিস ও যন্ত্রাংশ বাজেয়াপ্ত করল পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে আইবি ও পুলিশের যৌথ অভিযানে প্রায় 8 লক্ষ টাকার নকল তেল, চা, তেল, অ্যান্টিসেপ্টিক, গোলাপ জল, মাজনের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস হাতে এল ৷ আর এই জিনিসগুলি নামকরা কোম্পানির ৷ ঘটনাটি ধুবুলিয়া থানার নিমতলা এলাকায় (Dhubulia Police seizes duplicate material of branded company from Nimtala in Nadia) ।

শুক্রবার রাতে ধুবুলিয়া থানার পুলিশ ও ইনভেসটিগেশন ব্রাঞ্চ হানা দেয় ওই এলাকায় ৷ আইবির কাছে আগে থেকে খবর ছিল বলে জানালেন এক আধিকারিক ৷ আর দীর্ঘদিন ধরে স্থানীয়রা ও ব্যবসায়ীরা নকল জিনিস বিক্রির অভিযোগ জানিয়ে আসছিল ৷ এরপর ইনফরমারদের দিয়ে সন্ধান চালিয়ে এই কারখানার খোঁজ পায় ৷

ধুবুলিয়ায় বাজেয়াপ্ত নামজাদা কোম্পানির নকল খাদ্যসামগ্রী, নিত্যপ্রয়োজনীয় জিনিস

আরও পড়ুন : UP ATS Arrest Fake Passport Maker : নকল পাসপোর্ট ও ভিসা তৈরির অভিযোগে উত্তরপ্রদেশ এটিএসের জালে মায়াপুরের যুবক

উদ্ধার করা নকল জিনিস, যন্ত্রাংশগুলি ধুবুলিয়া থানায় নিয়ে আসা হয়েছে । অভিযুক্ত পলাতক ৷ তবে তাঁকে চিহ্নিত করা গিয়েছে এবং তাঁর সন্ধানে তালাশি চালাচ্ছে ধুবুলিয়া থানার পুলিশ । ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের এক আধিকারিক জানান, দীর্ঘদিন ধরে তাঁদের কাছে এই নকল সামগ্রী উৎপাদনের খবর আসছিল । সেইমতো তাঁরা বিভিন্ন যোগাযোগের মাধ্যমে অনুসন্ধান চালাচ্ছিলেন । গভীর রাতে ওই কারখানায় পৌঁছায় পুলিশ এবং ইনভেস্টিগেশন ব্রাঞ্চের প্রতিনিধিদল ।

Last Updated : Dec 18, 2021, 4:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details