পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার রথের দড়িতে টান দিতে পারবেন না ভক্তরা

মায়াপুর রথযাত্রা দেখতে গোটা বিশ্ব থেকে ভক্তরা আসেন। কিন্তু এবছর ভক্তদের মন্দিরে প্রবেশ নিষেধ। দড়িতে টান দিতে পারবেন না।

ISCON
ইসকন মন্দির

By

Published : Jun 23, 2020, 2:55 AM IST

মায়াপুর, 23 জুন : এবারও প্রথা অনুযায়ী ইসকন মন্দিরে রথযাত্রা অনুষ্ঠিত হবে। তবে কোরোনা সংক্রমণের জেরে এবার রথের দড়িতে টান দিতে পারবেন না ভক্তরা। সম্পূর্ণ সরকারি নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরের রথযাত্রা।

কোরোনা মহমারীর জেরে বদল এসেছে সবকিছুতে। দীর্ঘ লকডাউন শেষে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সবকিছু। বিভিন্ন বিষয়ে ছাড় মিলেছে ইতিমধ্যে। তবে তা সামাজিক দূরত্ব মেনে ।

এই পরিস্থিতিতে আজ রথযাত্রা। তবে প্রতি বছরের মতো এবছর রথযাত্রা পালন করা যাবে না। যেখানেই রথযাত্রা পালিত হবে তা হবে কঠিন নিয়ম মেনে। সেই কারণে এবার জাঁকজমক করে পালিত হচ্ছে না নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরের রথযাত্রা।

মায়াপুর রথযাত্রা দেখতে গোটা বিশ্ব থেকে ভক্তরা আসেন। কিন্তু এবছর ভক্তদের মন্দিরে প্রবেশ নিষেধ। দড়িতে টান দিতে পারবেন না। প্রতি বছর নদিয়ার নবদ্বীপের রাজাপুর থেকে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা প্রায় পাঁচ কিলোমিটার অতিক্রম করে মায়াপুর ইসকনে প্রবেশ করেন। কিন্তু এবছর মায়াপুর ইসকন মন্দিরের ভিতরে পালিত হবে রথযাত্রা।

মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক গৌরাঙ্গ দাস বলেন, রথযাত্রার দিন সকলের স্ক্রিনিং হবে এবং স্যানিটাইজ় করানো হবে। কোনও ভক্তকে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে না।

ABOUT THE AUTHOR

...view details