মায়াপুর, 16 মে : করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে জেরবার রাজ্য সহ গোটা দেশ ৷ এবার ফের বন্ধ করে দেওয়া হল নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে সাধারণ ভক্তদের প্রবেশ ৷ অনির্দিষ্টকালের জন্য ভক্তদের প্রবেশ বন্ধ রাখার নির্দেশিকা জারি করল কর্তৃপক্ষ । আজ সাংবাদিকদের একথা জানান ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস ।
উল্লেখ্য, করোনা সংক্রমণের জেরে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে করোনা বিধিনিষেধের কড়াকড়ি করা হয়েছে । শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সবকিছুই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । এই পরিস্থিতিতে সংক্রমণ যাতে না ছড়ায় সেই লক্ষ্যে এবার ইসকন কর্তৃপক্ষ কঠিন পদক্ষেপ করল । ইসকনের মূল মন্দিরে ভক্তদের জন্য প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হল ।