মায়াপুর, 31 অক্টোবর: দীপাবলির আগেই আলোকিত ইসকন মন্দির ৷ ইসকনের প্রধান কেন্দ্র শ্রীমায়াপুর চন্দ্রোদয় মন্দিরে জ্বলে উঠল শত শত প্রদীপ । কোজাগরী লক্ষ্মীপুজোর দিন থেকে মায়াপুর ইসকনে শুরু হয়েছে দীপদান অনুষ্ঠান ৷ চলবে রাসপূর্ণিমা পর্যন্ত । একমাস ধরে চলা বিশ্বব্যাপী এই দীপদান অনুষ্ঠানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অংশ নিতে পারবেন সকলেই ৷ বিনামূল্যেই সবাই দীপদান করতে পারবেন ইসকন মন্দিরে ৷
দীপদান অনুষ্ঠান চলছে প্রতিদিন সন্ধ্যা 7 থেকে রাত 8টা পর্যন্ত । একই সঙ্গে চলছে দামোদর অষ্টকম স্তোত্র পাঠ । প্রতিবছর এই অনুষ্ঠানের জন্য ধর্ম প্রাণ হাজার হাজার মানুষ এবং দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্ত সমবেত হয় মায়াপুর ইসকনে । এই দীপদান উৎসবের বিষয়ে ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, "দীপদান উৎসব উপলক্ষে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক লাইনের ব্যবস্থা করাও হয়েছে । এছাড়াও কঠোর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে । সর্বোপরি এই উৎসব পালনের মধ্য দিয়ে ভগবানের প্রতি শ্রদ্ধা, বিধান তথা সেবার বিশেষ সুযোগ লাভ করা যায় । যার ফলে জীবনের পারমার্থিক প্রগতি লাভ হয় ।"