হাঁসখালি (নদিয়া), 24 মে: হাত-পা ভাঙা অবস্থায় বিজেপির বুথ সহসভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাযই খুন করেছে বলে দাবি করছে পরিবার। ঘটনাটি নদিয়ার হাঁসখালি থানার অন্তর্গত পিপুল বেরিয়া এলাকার ৷ জানা গিয়েছে, এলাকার বাসিন্দা নকুল হালদারের বয়স আনুমানিক 60 বছর। এলাকায় বিজেপি নেতা হিসেবেই পরিচিত ছিলেন তিনি। বর্তমানে বিজেপির বুথ সহসভাপতিও ছিলেন তিনি। পারিবারিক সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যার দিকে যখন ঝড়-বৃষ্টি হচ্ছিল তখন তিনি বাড়ি থেকে জমির দিকে গিয়েছিলেন। এরপর দীর্ঘ কয়েক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও তিনি বাড়ি ফিরছিলেন না। অবশেষে এলাকারই কয়েকজন বাসিন্দা এসে খবর দেন আমবাগানে তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পরিবারের লোকজন এবং এলাকাবাসী। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গামছায দিয়ে গলায় ফাঁস অবস্থায় ঝুলছে বিজেপি নেতা নকুল হালদারের মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাঁসখালি থানার পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে আনে। বুধবার মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এবিষয়ে বিজেপি নেতা নকুল হালদারের ছেলে রাজেশ হালদার বলেন, "আমার বাবাকে খুন করা হয়েছে। দুষ্কৃতীরায় খুন করে ঝুলিয়ে দিয়েছে গাছের সঙ্গে। আর এই খুনের পিছনে তৃণমূল আশ্রিত লোকজনরাই রয়েছে। তার কারণ আমার বাবা ওই এলাকায় সক্রিয় বিজেপি নেতা ছিল। সেই কারণেই হিংসার বলি হল আমার বাবা। আমি এর ন্যায্য বিচার চাই।"