পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধীনে নদিয়া জেলায় 8 জন কো-অর্ডিনেটর এবং ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে ৷ যে কোনও শাখায় স্নাতক এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে অন্তত একবছরের ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স করা থাকলে ডেটা এন্ট্রি অপারেটরের পদের জন্য আবেদন করা যাবে ৷ প্রার্থীর মাইক্রোসফট অফিসের কাজের দক্ষতা থাকতে হবে ৷
কো-অর্ডিনেটর পদের জন্য আবেদন করতে প্রার্থীর হেল্থকেয়ার ম্যানেজমেন্ট বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে ৷ প্রার্থীর মাইক্রোসফট অফিসের কাজের দক্ষতা থাকতে হবে ৷ প্রার্থীর বয়স হতে হবে 21-40 বছরের মধ্যে ৷ সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধসীমায় ছাড় পাবেন ৷ আবেদন ফি 100 টাকা ৷ তফশিলি জাতি/ উপজাতি এবং ওবিসি প্রার্থীদের 50 টাকা ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে জমা দিতে হবে ৷