পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রানাঘাটে বন্ধ ওভারব্রিজ, দুর্ভোগে যাত্রীরা

বন্ধ করে দেওয়া হল রেল ওভারব্রিজ পরিষেবা । ঘটনাটি নদিয়ার রানাঘাট রেল স্টেশনে ৷ ওভারব্রিজে ফাটলের কারণেই এমন সিদ্ধান্ত রেল ৷ ওভারব্রিজ বন্ধ করে দেওয়ার কারণে চরম দুর্ভোগে যাত্রীরা ৷ রেলের দাবি, ব্রিজ মেরামতের কারণেই বন্ধ রাখা হয়েছে এই পরিষেবা ৷

রানাঘাট রেল ওভারব্রিজ
রানাঘাট রেল ওভারব্রিজ

By

Published : Jan 1, 2021, 1:00 PM IST

নদিয়া, 1 জানুয়ারি : বন্ধ করা হয়েছে রেল ওভারব্রিজ পরিষেবা ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটের ৷ ওভারব্রিজে ফাটলের কারণেই রেল ব্রিজ বন্ধের সিদ্ধান্ত ৷ সমস্যয় নিত্যযাত্রীরা।

রানাঘাটের বিস্তীর্ণ এলাকার মানুষ রেল স্টেশনে দ্রুত আসার জন্যই ব্যবহার করতেন একমাত্র রেল ব্রিজ । হঠাৎ সেটি বন্ধ করে দেওয়ার কারণে চরম দুর্ভোগে পড়েছেন তাঁরা ৷ রেল সূত্রের খবর, ব্রিজে ফাটল দেখা গিয়েছে ৷ মেরামতের কারণেই বন্ধ রাখা হয়েছে পরিষেবা ৷

স্থানীয় বাসিন্দাদের অধিকাংশের মতে, দীর্ঘদিন লকডাউনের কারণে বন্ধ ছিল ওভারব্রিজ ৷ তখন ফাটল মেরামত না করে ব্যস্ত সময়ে রেল ব্রিজ বন্ধ যুক্তিহীন ৷

ABOUT THE AUTHOR

...view details