তেহট্ট, 29 অগস্ট: তেহট্টের নাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিপুল জয় বামেদের । মোট 50 আসনের মধ্যে 44 আসনে জয়লাভ করল সিপিএম প্রার্থীরা ৷ বাকি মাত্র 5টি আসন পেয়েছে তৃণমূল এবং একটি পেয়েছে নির্দল । সিপিএমের তেহট্ট দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক সুবোধ বিশ্বাস বলেন, "মানুষ দুর্নীতিগ্রস্থ তৃণমূল ও সাম্প্রদায়িক বিজেপিকে আর চাইছে না । মানুষ চায় না সমবায়ে বিজেপি বা তৃণমূল পরিচালন সমিতিতে ক্ষমতায় আসে । কারণ এলেই তো চুরি শুরু করবে । সেই কারণে সিপিএমের উপর ভরসা রেখেছে মানুষ ।"
বামেদের জয়ের বিষয়ে বিজেপির উত্তরের সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন বিশ্বাস বলেন, "সমবায়ে সিপিএম একছত্রভাবে নিজেদের সমর্থক ও কর্মীদের ভোটার করেছে । ফলে অন্য কোনও দলের ভোটার খুব বেশি থাকে না । সেই কারণে আমাদের প্রার্থী ছিল না । তবে বিজেপির সমর্থন সব জায়গাতেই রয়েছে ।" তৃণমূলের শ্রমিক সংগঠনের তেহট্টের ব্লক সভাপতি নৃপেন্দ্র কৃষ্ণ ঘোষের কথায়, বিজেপি গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ দল । সমবায় নির্বাচনে প্রার্থী পায়নি তাই ওরা দিতে পারেনি । সমবায়ে নিজের আত্মীয়স্বজনে ভরতি সিপিএমের । তাও তৃণমূল লড়াই করেছে বলে তাঁর দাবি ।