হাঁসখালি,26 এপ্রিল : হাঁসখালি গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত সোহেল গয়ালি এবং প্রভাকর পোদ্দারকে আদালতে তোলে সিবিআই (Court denied bail to Hanskhali gang rape accused) । অভিযুক্তদের আইনজীবী তাদের জামিনের আবেদন করলে জামিন নাকচ করে দেয় আদালত । বিচারক সুতাপা সাহা তাদের চারদিনের জেল হেফাজতের নির্দেশ দেন ।
হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে থানায় অভিযোগ দায়ের করার পর প্রথমে পুলিশের জালে ধরা পড়ে মূল অভিযুক্ত সোহেল গয়ালি । মূল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তার নিকট আত্মীয় প্রভাকর পোদ্দারকে গ্রেফতার করে পুলিশ । তাদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে আদালত তাদের 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় । সোমবার তাদের 14 দিনের সময়সীমা শেষ হয় । সেই কারণেই তাদের পুনরায় সিবিআই আদালতে তোলেন । যদিও সিবিআইয়ের তরফ থেকে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেনি । অন্যদিকে প্রভাকর পোদ্দারের আইনজীবী রানাঘাট আদালতে তাদের জামিনের আবেদন করেন । কিন্তু জামিন মঞ্জুর করেনি আদালত । আগামী 29 তারিখে তাদের পরবর্তী শুনানি ।