চাকদা, 6 সেপ্টেম্বর : যুগলের দেহ উদ্ধারে চাঞ্চল্য ৷ পরিবারের সদস্য থেকে পাড়া প্রতিবেশী, ঘটনার আকস্মিকতায় সকলেই শোকস্তব্ধ ! ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদা থানা এলাকার বনমালী পাড়ায় ৷ মৃত প্রবীর সমাদ্দার (18) ও রুবি বল্লভ (17) এই এলাকারই বাসিন্দা ৷ সোমবার সকালে বাড়ির কাছেই একটি মাঠ থেকে তাদের দেহ উদ্ধার হয় ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে প্রবীর ও রুবি ৷
আরও পড়ুন :housewife dead : বধূর ঝুলন্ত দেহ উদ্ধার ভরতপুরে, খুনে অভিযুক্ত শ্বশুরবাড়ির সদস্যরা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাশাপাশি দু’টি গ্রামে প্রবীর আর রুবির বাড়ি ৷ ছোটবেলা থেকে একই স্কুলে পড়াশোনা করত তারা ৷ সেই সূত্রেই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় ৷ দু’বছর ধরে তারা পরস্পরের সঙ্গে ছিল বলে দাবি যুগলের বন্ধুদের ৷ চলতি বছর উচ্চমাধ্যমিক পাশ করে স্নাতক স্তরের প্রথম বর্ষে ভর্তি হয় প্রবীর সর্দার ৷ অন্যদিকে, এবারই মাধ্যমিকের গণ্ডী টপকে একাদশ শ্রেণিতে ভর্তি হয় রুবি ৷