পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নদিয়ায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ

প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠল নদিয়ার কৃষ্ণগঞ্জে ৷ অভিযোগ, অবস্থাপন্ন এক ব্যক্তিকে কৃষ্ণগঞ্জের শিবনিবাস পঞ্চায়েতের প্রধান সরকারি প্রকল্পের ঘর পাইয়ে দিয়েছেন ৷

নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ ৷
নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ ৷

By

Published : Jul 27, 2021, 5:35 PM IST

নদিয়া, 27 জুলাই : অবস্থাপন্নকে সরকারি প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ৷ নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা ৷ অভিযোগ, প্রধান রাখী ঘোষ সরকারি প্রকল্পের এই ঘর এক অবস্থাপন্ন মার্বেল মিস্ত্রিকে পাইয়ে দিয়েছেন ৷ অভিযোগ পেয়ে পদক্ষেপ করার কথা জানিয়েছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক ৷

স্থানীয়দের অভিযোগ, শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের প্রধান গরিব মানুষকে বঞ্চিত করে নিজের পরিচিত এক অবস্থাপন্নকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দিয়েছেন । যাঁকে ঘর পাইয়ে দেওয়া হয়েছে তিনি মার্বেল মিস্ত্রি ৷ নাম শ্যামল দাস ৷ শুধু তাই নয়, তাঁর দোতলা বাড়ি রয়েছে ৷ বাড়ির অনেকটা অংশে আবার মার্বেল বসানোও রয়েছে ৷ সরকারি টাকায় তিনি তাঁর দোতলা বাড়ি লাগোয়াই একটি ছোট্ট ঘর বানিয়েছেন ৷ গ্রামে দুঃস্থ মানুষ থাকা সত্ত্বেও এমন একজন লোক সরকারি প্রকল্পে ঘর পাওয়ায় স্বাভাবিকভাবেই ক্ষোভ তৈরি হয়েছে গ্রামবাসীর মধ্যে ৷ তাঁরা প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন ৷

তবে অভিযোগ মানতে চাননি প্রধান রাখী ঘোষ ৷ তিনি জানান, শ্যামল দাস দিনমজুরের কাজ করেন ৷ মার্বেলের কাজ হলেও তা তো দিনমজুরিই ৷ তাই তাঁকে ঘর পাইয়ে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি প্রধান বলেন, "আমার আপ্তসহায়ক আমাকে যা রিপোর্ট এবং ছবি দিয়েছেন তার ভিত্তিতেই আমি ঘর দিয়েছি ।" তবে যিনি প্রাপকদের বাড়িঘরের ছবি তুলে এনে দিয়েছিলেন তিনি জানান, ছবি তুলে এনে দেওয়া ছাড়া তাঁরা আর কিছু করেন না ৷ ওই কাজের সঙ্গে যুক্ত প্রধান । প্রধান নিজে ওই বুথের মেম্বারও । প্রধান নিজ দায়িত্বে এই ব্যক্তিকে ওই ঘর দিয়েছেন ।

এনিয়ে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক হালদার বলেন, "পঞ্চায়েত সমিতি কোনওরকম প্রধানমন্ত্রীর আবাস যোজনা ঘরের দুর্নীতির সঙ্গে জড়িত নয় । কোনও দুর্নীতিকে প্রশ্রয়ও দেয় না । এব্যাপারে আমরা তদন্ত করে দেখেছি এবং প্রধান যে বেআইনি কাজ করেছেন তার জবাব চেয়েছি ।"

কৃষ্ণগঞ্জের বিডিও কামালউদ্দিন বলেন, "অভিযোগ পেয়ে আমরা তদন্ত শুরু করি ৷ যাঁকে ঘর দেওয়া হয়েছিল তিনি নিজের সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে ঘর তৈরির টাকা নিয়েছিলেন ৷ তাঁর থেকে টাকা ফেরত নেওয়া হবে ৷ তেমনই নির্দেশ দেওয়া হয়েছে ৷"

কৃষ্ণগঞ্জের বিজেপি বিধায়ক আশিসকুমার বিশ্বাস বলেন, "সর্বত্র দুর্নীতিতে ছেয়ে গিয়েছে । দুঃস্থরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত হচ্ছেন । শিবনিবাস তার জলজ্যান্ত উদাহরণ । আমরা চাই অবিলম্বে প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ।"

আরও পড়ুন : প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি তালিকায় দুর্নীতি, ক্ষুব্ধ গ্রামবাসী

ABOUT THE AUTHOR

...view details