হবিবপুর, 10 জানুয়ারি : রানাঘাটের হবিবপুরে আগামীকাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা । সেই উপলক্ষে এক লাখ মানুষের সমাগমের আশা করছেন দলীয় নেতৃত্ব । মমতার সভার আগে ছাতিমতলার মাঠ পরিদর্শন করেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস । পরিদর্শন শেষে তিনি বলেন, "মানুষের উৎসাহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে । কোরোনা কোনও ক্ষতি করতে পারবে না ।"
মুখ্যমন্ত্রীর জনসভার প্রস্তুতি পরিদর্শনে কারামন্ত্রী - হবিবপুরে মমতার সভাস্থান পরিদর্শনে উজ্জ্বল বিশ্বাস
রানাঘাটের হবিবপুরে আগামীকাল মমতার জনসভা । সভাস্থানের পাশেই অস্থায়ী হেলিপ্যাড করা হয়েছে । সেইসব জায়গা আজ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ঘুরে দেখেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ।
আরও পড়ুন :হবিবপুরে মমতার সভার আগে প্রস্তুতি তুঙ্গে
হবিবপুরের ছাতিমতলার মাঠে আগামীকাল বেলা সাড়ে 12টায় মমতার জনসভা । সেখানে প্রস্তুতি কোন পর্যায়ে তা খতিয়ে দেখতে মাঠ পরিদর্শনে আসেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস । কোরোনা আবহে কীভাবে মানা হবে স্বাস্থ্যবিধি? কারামন্ত্রীর জবাব, "কতটা নিয়ম মানা হবে সে বিষয়ে বলতে পারব না । তবে মানুষের যা উৎসাহ তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে । তাই কোরোনা কিছু করতে পারবে না । মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যেভাবে মানুষ আসবেন তাতে এই মাঠে জায়গা দেওয়া নিয়ে সন্দেহ রয়েছে ।"