পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"কোরোনা ঢুকে রয়েছে তৃণমূলের মধ্যে", মন্তব্য BJP সাংসদের - কোরোনা তৃণমূলে

রানাঘাটের BJP সাংসদের মতে, কোরোনাতে গোটা বিশ্বে যে ক'জন মারা গেছেন তার থেকে বেশি মানুষকে খুন করেছে এ রাজ্যের শাসক দল।

corona in Trinamul
শান্তিপুরে

By

Published : Mar 15, 2020, 10:45 PM IST

নদিয়া, 15 মার্চ: তৃণমূলকে কটাক্ষ BJP-এর ৷ "কোরোনা ভাইরাস ঢুকে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের মধ্যে৷" মন্তব্য রানাঘাটের BJP সাংসদ জগন্নাথ সরকারের৷ তাঁর মতে কোরোনাতে গোটা বিশ্বে যে ক'জন মারা গেছেন তার থেকে বেশি মানুষ খুন করেছে এ রাজ্যের শাসক দল। তিনি আরও বলেন, "মমতা রাজ্যের ভালো চা়ন না ৷ শুধু রাজনীতি নিয়ে নোংরামি করতে জানেন৷ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন BJP সাংসদ।

আজ নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়াতে কর্মীসভায় যোগ দেন জগন্নাথ সরকার ৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "মানুষকে মিথ্যা কেসে ফাঁসাচ্ছে এই সরকার। এভাবে মানুষের হৃদয় জয় করা যায় না৷ সামনের নির্বাচনে মমতা ব্যানার্জি এবং তাঁর দলকে মানুষ ঘরে ঢুকিয়ে দেবে।" এরপরই কোরোনা ভাইরাসের সঙ্গে তৃণমূলের তুলনা টেনে জগন্নাথ সরকার বলেন, "আসলে এই ভাইরাস পুরোটাই ঢুকে রয়েছে তৃণমূলে৷ কোরোনার জেরে গোটা বিশ্বে কতজন মানুষ মারা গেছে? পশ্চিমবঙ্গে তারচেয়ে বেশি মানুষকে খুন করেছে তৃণমূল কংগ্রেস।"

আত্মবিশ্বাসী BJP নেতার মন্তব্য, "মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির দিকে এসে গেছে। পৌর নির্বাচনে হারবে জেনে কোরোনার জিগির তুলে নির্বাচন পিছিয়ে দেবেন৷"

ABOUT THE AUTHOR

...view details