হাঁসখালি (নদিয়া), 13 এপ্রিল : হাঁসখালি ধর্ষণ-কাণ্ড (Hanskhali Rape) নিয়ে এবার ভাইরাল হল একটি অডিয়ো ৷ সেই অডিয়োটি একটি ফোনালাপের ৷ সেখানে যে দু’জনের মধ্যে কথা হচ্ছে, তা থেকে জানা গিয়েছে যে ওই নাবালিকাকে প্রথম ধর্ষণ করে দীপঙ্কর নামে এক যুবক ৷
কিন্তু কে ওই দীপঙ্কর, তা অডিয়োর কথোপকথনে স্পষ্ট নয় ৷ কাদের মধ্য়ে এই কথোপকথন হল, সেটাও জানা যাচ্ছে না ওই অডিয়ো থেকে ৷ ওই অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
কিন্তু সোশ্যাল মিডিয়ায় ওই অডিয়ো ছড়িয়ে পড়েছে (Controversial Phone Recording Audio in Hanskhali Rape Case) ৷ অডিয়োর কথোপকথন অনুযায়ী, দীপঙ্কর প্রথমে ওই নাবালিকাকে ধর্ষণ করে ৷ তার সঙ্গে আরও দু’একজন ছিল ৷ পরে তারা ঘটনাস্থল থেকে চলে যায় ৷ ফোনে যাঁদের গলা শোনা যাচ্ছে যে এই ঘটনায় সোহেল গয়ালি ওরফে ব্রজ জড়িত থাকলেও দীপঙ্করই প্রথম ধর্ষণ করে ৷