শক্তিনগর, 22 অগাস্ট : চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল শক্তিনগর জেলা হাসপাতালের বিরুদ্ধে ৷ চিকিৎসার জন্য আসা এক গর্ভবতী মহিলাকে অন্য গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে । ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক ৷ নাম জেসমিনা মণ্ডল ৷ নদিয়ার চাপড়া থানার এলেম নগরের বাসিন্দা জেসমিনা ৷ তাঁর শওহর ইমরান মল্লিক হাসপাতালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন । অভিযোগ পেয়ে তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।
চাই O পজ়িটিভ, রোগীকে দেওয়া হল A পজ়িটিভ গ্রুপের রক্ত !
ইমরান জানিয়েছেন, তাঁর অন্তঃসত্ত্বা বিবি জেসমিনা গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁকে ভরতি করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে ৷ জেসমিনাকে রক্ত দিতে হবে বলে জানান কর্তব্যরত চিকিৎসক ৷ কিন্তু ওই চিকিৎসক তাঁকে O পজ়েটিভ রক্তের বদলে A পজ়েটিভ রক্ত দেন বলে অভিযোগ ৷
ইমরান জানিয়েছেন, তাঁর অন্তঃসত্ত্বা বিবি জেসমিনা গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁকে ভরতি করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে ৷ জেসমিনাকে রক্ত দিতে হবে বলে জানান কর্তব্যরত এক চিকিৎসক ৷ কিন্তু ওই চিকিৎসক তাঁকে O পজ়েটিভ রক্তের বদলে A পজ়িটিভ রক্ত দেন বলে অভিযোগ ৷ বিষয়টি নজরে এলে রক্তের ব্যাগটি পরিবর্তনের কথা জানানো হয় ৷ কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে । বর্তমানে জেসমিনার অবস্থা আশঙ্কাজনক ।
সুবিচার চাইতে হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ইমরান । বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।