নদিয়া, 1 অক্টোবর : প্রেয়সি যাঁর বিপ্লব... চে । বিপ্লবের এক জ্বলন্ত প্রতিচ্ছবি চে গেভারা । মৃত্যুর এত বছর পরেও তিনি একইরকম প্রাণবন্ত । আর এবার চিঁড়ের কোলাজে ফুটে উঠেছেন চে । প্রায় সাড়ে ছয় হাজার চিঁড়ে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে চে-র প্রতিচ্ছবি ।
আর এই ছবির কৃতিত্ব যাঁর, তিনি নদিয়ার শান্তিপুরের শাওন পাল । টানা 15 দিন ধরে এই কোলাজের উপর কাজ করছেন তিনি । নাম উঠেছে এশিয়া বুক অফ রেকর্ডসেও । এই প্রথম নয় । এর আগেও একটি চিড়ের উপর ভারতের মানচিত্র এঁকে তিনি ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেছিলেন তিনি ।
লকডাউনের প্রথম থেকেই তাঁর মাথায় একটি ভাবনা ঘোরাফেরা করছিল । ভাবছিলেন কিছু করে দেখাবেন । পুরানো অভিজ্ঞতা কাজে নিয়ে সেই ভাবনা থেকেই বাড়িতে বসে চিড়ে দিয়ে কাজ শুরু করেন তিনি । প্রায় 15 দিন টানা কাজ করেন তিনি । কাজের সাতদিন পর তিনি এশিয়া বুক অফ রেকর্ডসের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন । তাদেরকে নিয়মিত কাজের আপডেট দিতে থাকেন শাওন পাল । 15 দিনে পুরো কাজ শেষ করে সেটি তিনি এশিয়া বুক অফ রেকর্ডে পাঠিয়ে দেন । তিন মাস পর তার কাছে কনফার্মেশন মেসেজ আসে । নাম ওঠে এশিয়া বুক অব রেকর্ডসে ।
এশিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে নদিয়ার শান্তিপুরের শাওন পালের এই কাজটি করতে তিনি লাল চিড়ে এবং সাদা চিড়ে ব্যবহার করেছেন । প্রায় সাড়ে 6 হাজার চিড়ের ব্যবহার করা হয়েছে বিপ্লবী চে গেভারা ছবি আঁকতে। এই ছবিটি দৈর্ঘ্যে প্রায় 65 সেন্টিমিটার এবং প্রস্থে 52 সেন্টিমিটার । কোনও দিন 12 ঘণ্টা কোনও দিন 6 ঘণ্টা করে কাজ করেছেন ।
চিড়ের কোলাজে ফুটে উঠেছেন চে শাওন পাল বলেন, "যেহেতু বিপ্লবী চে গেভারা আমার বরাবরই পূজনীয় । তাঁকে খুব ভালো লাগে । সেই কারণেই তাঁর ছবি আমি ব্যবহার করেছি । অনেকে অনেকভাবে আমাকে কটুক্তি করেছে, কিন্তু আমি কোনওদিকে কান না দিয়ে নিজের কাজটা করে গেছি । দুই দিন আগে আমার কাছে এশিয়া বুক অব রেকর্ডসের শংসাপত্র এসেছে । এই কাজ করতে পেরে আমি নিজেকে গর্বিত বলে মনে করছি ।"
প্রতিবেশী অদ্রীশ রায় বলেন, "ছোট থেকেই আমরা সায়নকে খুব কাছ থেকে দেখেছি । ওর মধ্যে একটি অন্য কিছু করার ভাবনা সব সময় রয়েছে । চে গেভারার ছবি যখন থেকেছে তৈরি শুরু করেছিল তখন থেকে আমি ওর পাশে রয়েছি । শাওন পালের এই সাফল্য শুধু আমাদের নয় গোটা শান্তিপুরবাসী এবং নদিয়া জেলার গর্ব । আমরা চাই আগামী দিনেও যাতে জেলা এবং শান্তিপুরের নাম উজ্জ্বল করতে পারে সেই লক্ষ্যে এগিয়ে যাক ।" আগামী দিনে গিনিজ় বুক অব রেকর্ডেও নাম তোলার লক্ষ রয়েছে শাওনের।