নদিয়া, 17 জুন : দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বকে প্রশ্রয় না দেওয়ার কথা একাধিকবার বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ কিন্তু তাঁর নির্দেশ তৃণমূলের অনেক ছোটো-বড় নেতাই শুনছেন না বলে অভিযোগ উঠছে দলের মধ্যেই ৷ ফের শাসকদলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার ধানতলা। সংঘর্ষে গুরুতর আহত উভয় পক্ষের কয়েকজন কর্মী ৷ তাদের হাসপাতালে ভরতি করা হয়েছে । ধানতলা থানার আড়ংঘাটা এলাকার ঘটনা ।
আড়ংঘাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান রুমা নস্কর। অভিযোগ, মঙ্গলবার বিকেলে তিনি বাড়ির বাইরে বসে ছিলেন ৷ হঠাৎ কয়েকজন যুবক তাঁর সামনে এসে দাঁড়ায়। আচমকা প্রশ্ন করে, 200 জনের যাদের নামের তালিকা পঞ্চায়েত অফিসে জমা দেওয়া হয়েছিল তারা কেন টাকা পায়নি। এই বলে অকথ্য ভাষায় গালিগালাজ এবং ধাক্কা দিয়ে তাঁকে ফেলে দেয় তারা। চিৎকার চেঁচামেচি শুনে বাড়ি থেকে প্রধানের দেওর বেরিয়ে আসেন। দেওরকে চড়, কিল, ঘুষি এবং বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। মারের চোটে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।