কল্যাণী, 27 এপ্রিল : ভাষা বিতর্কে জড়াল কল্যাণী জেএনএম হাসপাতাল ৷ অভিযোগ, হিন্দি ভাষায় কথা বলায় প্রসূতিকে বিহারে গিয়ে চিকিৎসার পরামর্শ দেন ওই হাসপাতালের এক চিকিৎসক (Controversy breaks out between Hindi patient and Kalyani JNM hospital doctor over Bengali language) ৷ রোগীর পরিজনের সামনেই এই ঘটনা ঘটে ৷ চিকিৎসকের এমন ব্যবহারে ক্ষেপে লাল রোগীর পরিজনরা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে বচসা জুড়ে দেন ৷ যা একসময় হাতাহাতিতে পৌঁছয় ৷ রোগীর পরিবার জেএনএম হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ করেছে ৷
হিন্দিভাষী রাজ্যে গিয়ে অনেক সময়ই দক্ষিণী বা বাংলার মানুষরা বিপদে পড়েন ৷ হিন্দিতে সড়গড় না হওয়ায় কিছু কিছু ক্ষেত্রে বির্তকও হয়েছে ৷ বিভিন্ন ভাষাভাষির এই দেশে হিন্দি ভাষাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ অহিন্দিভাষী রাজ্যগুলির ৷ তবে এবার হিন্দিতে কথা বলা নিয়ে বিতর্কে জড়াল এ রাজ্যেরই এক হাসপাতাল ৷ জানা গিয়েছে, মঙ্গলবার সি সেকশন হওয়ার কথা ছিল উত্তর 24 পরগনার কাঁকিনাড়ার এক মহিলার । সেইমতো প্রসূতির পরিবার কল্যাণী জেএনএম হাসপাতালের জরুরি বিভাগে তাঁকে ভর্তি করানোর জন্য নিয়ে আসে । চিকিৎসক অন্তঃসত্ত্বার শারীরিক সমস্যার কথা জানতে চাইলে, প্রসূতি হিন্দি ভাষায় কথা বলতে শুরু করেন । চিকিৎসক তাঁকে বাংলায় কথা বলতে অনুরোধ করলে মহিলা জানিয়ে দেন তিনি বাংলা জানেন না ৷