পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

kalyani JNM hospital : ভাষা বিতর্কে কল্যাণীর হাসপাতাল, হিন্দিভাষী প্রসূতিকে বিহারে গিয়ে চিকিৎসার পরামর্শ ! - কল্যাণী জেএনএম হাসপাতাল

"বাংলা না জানলে বিহারে গিয়ে চিকিৎসা করান ৷" প্রসূতিকে এমনই পরামর্শ কল্যাণী জেএনএম হাসপাতালের চিকিৎসকের ৷ যা নিয়ে ধুন্ধুমার বেঁধে গেল হাসপাতালে (Controversy breaks out between Hindi patient and Kalyani JNM hospital doctor over Bengali language) ৷

kalyani JNM hospital
kalyani JNM hospital

By

Published : Apr 27, 2022, 11:07 PM IST

Updated : Apr 28, 2022, 6:24 AM IST

কল্যাণী, 27 এপ্রিল : ভাষা বিতর্কে জড়াল কল্যাণী জেএনএম হাসপাতাল ৷ অভিযোগ, হিন্দি ভাষায় কথা বলায় প্রসূতিকে বিহারে গিয়ে চিকিৎসার পরামর্শ দেন ওই হাসপাতালের এক চিকিৎসক (Controversy breaks out between Hindi patient and Kalyani JNM hospital doctor over Bengali language) ৷ রোগীর পরিজনের সামনেই এই ঘটনা ঘটে ৷ চিকিৎসকের এমন ব্যবহারে ক্ষেপে লাল রোগীর পরিজনরা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে বচসা জুড়ে দেন ৷ যা একসময় হাতাহাতিতে পৌঁছয় ৷ রোগীর পরিবার জেএনএম হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ করেছে ৷

হিন্দিভাষী রাজ্যে গিয়ে অনেক সময়ই দক্ষিণী বা বাংলার মানুষরা বিপদে পড়েন ৷ হিন্দিতে সড়গড় না হওয়ায় কিছু কিছু ক্ষেত্রে বির্তকও হয়েছে ৷ বিভিন্ন ভাষাভাষির এই দেশে হিন্দি ভাষাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ অহিন্দিভাষী রাজ্যগুলির ৷ তবে এবার হিন্দিতে কথা বলা নিয়ে বিতর্কে জড়াল এ রাজ্যেরই এক হাসপাতাল ৷ জানা গিয়েছে, মঙ্গলবার সি সেকশন হওয়ার কথা ছিল উত্তর 24 পরগনার কাঁকিনাড়ার এক মহিলার । সেইমতো প্রসূতির পরিবার কল্যাণী জেএনএম হাসপাতালের জরুরি বিভাগে তাঁকে ভর্তি করানোর জন্য নিয়ে আসে । চিকিৎসক অন্তঃসত্ত্বার শারীরিক সমস্যার কথা জানতে চাইলে, প্রসূতি হিন্দি ভাষায় কথা বলতে শুরু করেন । চিকিৎসক তাঁকে বাংলায় কথা বলতে অনুরোধ করলে মহিলা জানিয়ে দেন তিনি বাংলা জানেন না ৷

ভাষা বিতর্কে কল্যাণীর হাসপাতাল

আরও পড়ুন :Sakuntala Shabor : হিন্দি ভাষায় প্রথম শ্রেণিতে স্নাতক হলেন পুরুলিয়ার শকুন্তলা শবর

প্রসূতির অভিযোগ, এই কথা শুনেই চিকিৎসক তাঁকে বলেন, "বাংলা না জানলে বিহারে গিয়ে চিকিৎসা করান ৷" এই নিয়েই বচসা শুরু হয় প্রসূতির পরিবারের সঙ্গে চিকিৎসকের । সমস্ত কথোপকথন মোবাইল ফোনে রেকর্ড করা হয় ৷ আর তাতেই ক্ষিপ্ত হন চিকিৎসক থেকে নার্স ও হাসপাতালের স্বাস্থ্যকর্মী । মোবাইলটি কেড়ে নেওয়ার চেষ্টা করতেই শুরু হয় ধাক্কাধাক্কি । পরে রোগী সহ ওই পরিবারটি কল্যাণী থানায় গিয়ে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জানায় । অপরদিকে, চিকিৎসার কাজে বাধা দেওয়া এবং বিনা অনুমতিতে মোবাইলে ছবি তোলার পাল্টা অভিযোগ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ । উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ ।

আরও পড়ুন : জাতীয় ভাষা হিসাবে হিন্দিকে তুলে ধরা কি আদতে দৈনন্দিন সমস্যা থেকে মুখ সরানোর কৌশল ?

Last Updated : Apr 28, 2022, 6:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details