পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অবর্জনা ফেলা নিয়ে প্রতিবাদ, লোহার রড দিয়ে মার প্রতিবেশীর - Nadia

ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

clash between two family
প্রতিবেশীর

By

Published : Aug 20, 2020, 10:22 PM IST

শান্তিপুর, 20 অগাস্ট : অবর্জনা ফেলে নিয়ে দুই পরিবারে ধুন্ধুমার৷ আক্রান্ত প্রতিবেশী৷ এক পরিবারের সদস্যদের লোহার রড এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ অন্য পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকায়।

শান্তিপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাপ্পা কারিগর। অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিবেশী শহিদুল কারিগর বাপ্পা কারিগরের বাড়ির সামনে নোংরা জল ও আবর্জনা ফেলে আসছে। একাধিক এই বিষয়ে প্রতিবেশীকে নিষেধ করা হয়। কিন্তু শহিদুল কারিগর ও তার পরিবার কর্ণপাত করেনি৷ ঘটনাটি নিয়ে গ্রামে সালিশি সভাও বসে। সেখানে শহিদুল কারিগর অন্যত্র নোংরা ফেলবেন বলে কথা দেন। যদিও প্রকৃতপ্রস্তাবে তা করা হয়নি।

অভিযোগ, গতকাল রাতে শহিদুল কারিগরের বাড়ির নোংরা জল বাপ্পা কারিগরের বাড়ির সামনে ফের ফেলা হলে বাপ্পা কারিগরের পরিবারের সদস্যরা তার প্রতিবাদ করে। এরপরই রাত দশটা নাগাদ শহিদুল কারিগর এবং তার দুই ছেলে শাকিল কারিগর এবং শামীম কারিগর বাপ্পা কারিগরের পরিবারের সদস্যদের উপর চড়াও হয়। লোহার রড এবং ধারালো অস্ত্র দিয়ে বাপ্পা কারিগরের পরিবারের সদস্যদের মারধর করা হয়৷ চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে পালিয়ে যায় শহিদুল কারিগর এবং তার দুই ছেলে। এরপরে বাপ্পা কারিগর এবং তাঁর পরিবারের আরও কয়েকজনকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার হয়নি।

ABOUT THE AUTHOR

...view details