পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কল্যাণী মহাবিদ্যালয়ে TMCP-ABVP সংঘর্ষ, বোমাবাজি - wounded

কলেজে পডুয়াদের কাউন্সেলিং চলার সময় পাশের রেললাইন থেকে পাথর ছোড়ে ABVP সমর্থকরা ৷ TMCP সমর্থকদের লক্ষ্য করে বোমাও ছোড়া হয় বলে অভিযোগ ৷ ঘটনায় জখম হয় তিনজন পড়ুয়া ৷

কল্যাণী মহাবিদ্যালয়

By

Published : Jul 19, 2019, 9:20 PM IST

Updated : Jul 19, 2019, 9:58 PM IST

নদিয়া, 19 জুলাই: তৃণমূল ছাত্র পরিষদ ও ABVP-র মধ্যে সংঘর্ষ নদিয়ার কল্যাণী মহাবিদ্যালয়ে ৷ অভিযোগ, TMCP সমর্থকদের লক্ষ্য করে বোমাবাজি করে ABVP সমর্থকরা৷ জখম হয় তিন পড়ুয়া ৷ TMCP-র দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত হয়৷

TMCP-র অভিযোগ, আজ সকালে কলেজ চত্বরে বহিরাগতদের নিয়ে ঢোকে ABVP সমর্থকরা ৷ ছিঁড়ে দেওয়া হয় তাদের পতাকা৷ এই নিয়ে বচসায় জড়ায় দু'পক্ষ ৷ এরপর কলেজের অধ্যক্ষ দুপক্ষকে ডেকে বিষয়টির মীমাংসা করে দেন ৷

আরও পড়ুন : কাটমানি নিয়েছেন কাউন্সিলর, পোস্টার পড়ল শান্তিপুরে

অভিযোগ, এরপর পড়ুয়াদের কাউন্সেলিং চলার সময় পাশের রেললাইন থেকে পাথর ছোড়ে ABVP সমর্থকরা ৷ TMCP সমর্থকদের লক্ষ্য করে বোমাও ছোড়া হয় বলে অভিযোগ৷ জখম হয় তারক হাওলাদার ও কার্তিক হাওলাদার নামে দুজন৷ বোমার আঘাতে এক ছাত্র গুরুতরভাবে জখম হয়েছে ৷ তাকে JNM হাসপাতালে ভরতি করা হয় ৷

আরও পড়ুন : তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত কল্যাণী, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

TMCP-র অভিযোগ, বেশ কিছুদিন ধরেই কলেজে বহিরাগতদের নিয়ে এসে তাদের ভয় দেখাচ্ছিল ABVP ৷ আজ কাউন্সেলিং চলাকালীন কলেজে ভরতি হতে আসা পড়ুয়াদের মারধর করে তারা ৷ এই ঘটনার প্রতিবাদ করাতেই বোমাবাজি করা হয় ৷ যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ABVP ৷ তাদের পালটা অভিযোগ, TMCP-র দুষ্কৃতীরাই বোমাবাজি করে ৷ এই ঘটনায় জখম দুই ছাত্র তাদের সমর্থক বলে দাবি করেছে ABVP ৷

Last Updated : Jul 19, 2019, 9:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details