হাঁসখালি, 26 সেপ্টেম্বর : সবুজসাথী প্রকল্পের সাইকেল চুরি এবং সেগুলি বিক্রি করার অভিযোগে বিজেপি ও তৃণমূলের মধ্যে তুমুল সংঘর্ষ ৷ নদিয়ার হাঁসখালির থানার কৈখালি এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ দু’পক্ষের মধ্যে গুলিও চলেছ বলে অভিযোগ উঠেছে ৷ গুলিতে দু’পক্ষের প্রায় 5 জন আহত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপির কর্মীরা সবুজসাথীর সাইকেল চুরি করে বিক্রি করছিল ৷ হাতেনাতে ধরে ফেলার পরেই তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় বিজেপি ৷
তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে এলাকায় পৌঁছায় হাঁসখালি থানার পুলিশ ৷ কিন্তু, পুলিশ এলাকায় ঢুকতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷ তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক হাতাহাতি শুরু হয় ৷ সেই সময় কেউ বা কারা আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালাতে শুরু করে ৷ এই ঘটনায় দু’পক্ষের 5 জন গুলিবিদ্ধ হন ৷ তাঁদের সবাইকে স্থানীয় শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তড়িঘড়ি তাঁকে কলকাতায় নীলরতন সরকার হাসপাতালে স্থানান্তর করা হয় ৷