পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC-BJP Clash: সবুজসাথীর সাইকেল চুরির অভিযোগে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, গুলিবিদ্ধ 5

সবুজসাথী প্রকল্পের সাইকেল চুরি ও বিক্রি করার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ ৷ নদিয়ার কৈখালির ঘটনায় দু’পক্ষের মধ্যে গুলিও চলেছে ৷ ঘটনায় 5 জন আহত হয়েছেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

Clash Between TMC and BJP in Hanskhali Nadia
সবুজসাথীর সাইকেল চুরির অভিযোগে নদিয়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, চলল গুলি; জখম 5

By

Published : Sep 26, 2021, 2:18 PM IST

Updated : Sep 26, 2021, 3:51 PM IST

হাঁসখালি, 26 সেপ্টেম্বর : সবুজসাথী প্রকল্পের সাইকেল চুরি এবং সেগুলি বিক্রি করার অভিযোগে বিজেপি ও তৃণমূলের মধ্যে তুমুল সংঘর্ষ ৷ নদিয়ার হাঁসখালির থানার কৈখালি এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ দু’পক্ষের মধ্যে গুলিও চলেছ বলে অভিযোগ উঠেছে ৷ গুলিতে দু’পক্ষের প্রায় 5 জন আহত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপির কর্মীরা সবুজসাথীর সাইকেল চুরি করে বিক্রি করছিল ৷ হাতেনাতে ধরে ফেলার পরেই তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় বিজেপি ৷

তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে এলাকায় পৌঁছায় হাঁসখালি থানার পুলিশ ৷ কিন্তু, পুলিশ এলাকায় ঢুকতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷ তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক হাতাহাতি শুরু হয় ৷ সেই সময় কেউ বা কারা আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালাতে শুরু করে ৷ এই ঘটনায় দু’পক্ষের 5 জন গুলিবিদ্ধ হন ৷ তাঁদের সবাইকে স্থানীয় শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তড়িঘড়ি তাঁকে কলকাতায় নীলরতন সরকার হাসপাতালে স্থানান্তর করা হয় ৷

ঘটনার পরেই তৃণমূল এবং বিজেপির কর্মীরা হাসপাতালে গিয়ে হাজির হন ৷ সেখানে যান নদিয়ার তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি সমীর পোদ্দার ৷ অভিযোগ তাঁর সঙ্গে থাকা এক তৃণমূল কর্মীর কাছে থাকা আগ্নেয়াস্ত্র হাসপাতালেই মাটিতে পড়ে যায় ৷ যদিও সমীর পোদ্দার দাবি করেছেন, ওই ব্যক্তি তাঁর দেহরক্ষী ৷ আর ওই আগ্নেয়াস্ত্র তাঁর সুরক্ষার জন্য দেহরক্ষীর কাছে থাকে ৷

আরও পড়ুন:Delhi shootout : রোহিনী কোর্ট শ্যুটআউট কাণ্ডে ধৃত 2

অন্যদিকে, বিজেপির তরফে তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ তাদের পাল্টা দাবি, তৃণমূলের কর্মীরাই সরকারি প্রকল্পের সাইকেল বিক্রি করছিল ৷ তার প্রতিবাদ করাতেই বিজেপির কর্মীদের উপর হামলা চালানো হয় ৷ তবে, গুলি কারা চালালো সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ৷ পাশাপাশি কৈখালি এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে ৷

Last Updated : Sep 26, 2021, 3:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details