নদিয়া, 6 ডিসেম্বর :আবারও জমি বিবাদকে কেন্দ্র করে অশান্তি শান্তিপুর থানার অন্তর্গত হরিপুরে । এর আগেও খেলার মাঠকে কেন্দ্র করে বোমাবাজি ঘটেছিল শান্তিপুর থানার হরিপুরে ।
শঙ্করী হালদার নামের এক ব্যাক্তির মারা যাওয়ার পর ওই জমির অধিকার কার তাই নিয়েই বিবাদ । ক্লাব ও বীণা হালদার নামে এক মহিলা উভয়ের দাবি মৃত্যুর আগে শঙ্করী হালদার উভয়কেই জমির মালিকানা দিয়ে গেছেন ।
বীণা হালদার নামে এক মহিলার অভিযোগ, তিনি আগের বছর নিজের নামে সরকারিভাবে একটি সম্পত্তি রেজিস্ট্রি করেন । এখন সেই সম্পত্তি, হরপ্রসাদ সিটি কলোনি ক্লাবের কিছু লোকজন দখল নিতে চায় । আজ সকালে বারোয়ারির তরফ থেকে জোরপূর্বক জমি দখল করতে এলে বীণা হালদার ও তাঁর পরিবার বাধা দেন । বারোয়ারির তরফ থেকে তাদের উপর আক্রমণ করা হয় বলেও অভিযোগ । এছাড়া বীণা হালদার অভিযোগ করেন তাঁর কাছে মোটা অঙ্কের টাকার দাবি করেছিলেন ক্লাব কর্তৃপক্ষ । সেই টাকা দিতে রাজি না হওয়ায় এই আক্রমণ । এরপর তিনি জানান আগেও তিনি থানায় অভিযোগ করেছিলেন । সেই অভিযোগ পেয়ে প্রশাসন ঘটনাস্থলে এসে ক্লাবকে বারণ করলেও ক্লাব কথা শোনেনি । নতুন করে আজ আবার শান্তিপুর প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
জমি বিবাদকে কেন্দ্র করে অশান্তি শান্তিপুর থানার অন্তর্গত হরিপুরে আরও পড়ুন : সেফটিপিন ফুটিয়ে হাতে নাম লেখার অভিযোগ সরকারি হোমে
ক্লাবের তরফ থেকে অস্বীকার করা হয় অভিযোগ । তাদের দাবি ওই জমি শঙ্করী বিশ্বাসের । যা বহুদিন আগে ক্লাবের তরফ থেকে তাঁকে দেওয়া হয়েছিল । কোনও থাকার জায়গা শঙ্করী বিশ্বাসের না থাকায় তাকে দান করা হয় জায়গাটি । মারা যাওয়ার সময় ক্লাবকে দিয়ে যান জমি । উত্তরাধিকারী মারা যাওয়ার পর এই মহিলা ওই স্থানে থাকতেন । এখন মহিলা জায়গাটি নিজের বলে দাবি করছেন । কিন্তু জায়গাটি বারোয়ারি নামে রয়েছে । ওই মহিলার অভিযোগ পুরোটাই ভিত্তিহীন- এই মর্মে শান্তিপুর থানায় একটি পাল্টা অভিযোগ দায়ের করা হয় বারোয়ারির পক্ষ থেকে ।