পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সিআইটিইউ-র আইন অমান্য আন্দোলনে উত্তপ্ত কৃষ্ণনগর

বিভিন্ন জায়গায় বামেদের মিছিল আটকায় পুলিশ ৷ পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে বাম কর্মী সমর্থকেরা ৷ ঘটনায় বেশ কয়েকজন বাম কর্মীদের গ্রেপ্তার করে পুলিশ ৷

কৃষ্ণনগর
কৃষ্ণনগর

By

Published : Jan 19, 2021, 8:04 PM IST

কৃষ্ণনগর, 19 জানুয়ারি : বাম শ্রমিক সংগঠনের আইন অমান্য আন্দোলন ঘিরে উত্তপ্ত নদিয়ার কৃষ্ণনগর । ব্যারিকেড দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে দফায় দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় কর্মী সমর্থকদের । গ্রেপ্তার বেশ কয়েকজন বাম কর্মী সমর্থকেরা ৷ আন্দোলনের নেতৃত্ব দেন সিআইটিইউ নেতা এস এম শাদি ৷ এছাড়াও উপস্থিত ছিলেন জেলার অন্যান্য বাম নেতৃত্বরা ৷

ভি়ডিয়োতে শুনুন আন্দোলনকারীদের বক্তব্য

শ্রম আইন, কৃষি আইন, শিক্ষা আইন ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে বাম সংগঠন সি আই টি ইউ নদিয়া জেলা কমিটির ডাকে আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয় । কৃষ্ণনগরের পাবলিক লাইব্রেরির মাঠে জমায়েত করেন বাম কর্মী সমর্থকেরা ৷ এরপরেই শুরু করেন আইন অমান্য আন্দোলন ৷ অপরদিকে, আন্দোলন রুখতে তৎপর হয় পুলিশও ৷ ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ ৷ প্রথমে কৃষ্ণনগর কলেজ মোড়ে বাম শ্রমিক সংগঠনের কর্মীদের আটকায় পুলিশ কর্মীরা ৷ পুলিশের সঙ্গে শুরু হয় সংঘর্ষ ৷ পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে চলে । এরপর আবার কলেজ মাঠের সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ মিছিল আটকায় ৷ আবারও ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করলে বাম শ্রমিক সংগঠনের কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় । ঘটনায় বেশ কয়েকজন বাম কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে পুলিশ ৷ যদিও চাপে পড়ে তাঁদের নিঃশর্তে ছেড়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন : বিজেপিতে যোগদানে তৃণমূলের আপদ বিদায় হচ্ছে : মমতা

এদিনের আন্দোলন সম্পর্কে এস এম শাদী বলেন, "আমাদের ধর্মঘট করার, সামাজিক সুরক্ষার অধিকার অনুযায়ী শ্রমিকদের 1989 সালের যে আইন তা বাতিল করার বিরুদ্ধে এবং সেইসঙ্গে যে কৃষি আইন তৈরি হয়েছে তা বাতিলের দাবিতেই এই আইন অমান্য আন্দোলন । মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই আইন অমান্য আন্দোলনে বাধা দিয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভয় পেয়েছে ৷ "

ABOUT THE AUTHOR

...view details