কৃষ্ণনগর, 19 জানুয়ারি : বাম শ্রমিক সংগঠনের আইন অমান্য আন্দোলন ঘিরে উত্তপ্ত নদিয়ার কৃষ্ণনগর । ব্যারিকেড দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে দফায় দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় কর্মী সমর্থকদের । গ্রেপ্তার বেশ কয়েকজন বাম কর্মী সমর্থকেরা ৷ আন্দোলনের নেতৃত্ব দেন সিআইটিইউ নেতা এস এম শাদি ৷ এছাড়াও উপস্থিত ছিলেন জেলার অন্যান্য বাম নেতৃত্বরা ৷
শ্রম আইন, কৃষি আইন, শিক্ষা আইন ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে বাম সংগঠন সি আই টি ইউ নদিয়া জেলা কমিটির ডাকে আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয় । কৃষ্ণনগরের পাবলিক লাইব্রেরির মাঠে জমায়েত করেন বাম কর্মী সমর্থকেরা ৷ এরপরেই শুরু করেন আইন অমান্য আন্দোলন ৷ অপরদিকে, আন্দোলন রুখতে তৎপর হয় পুলিশও ৷ ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ ৷ প্রথমে কৃষ্ণনগর কলেজ মোড়ে বাম শ্রমিক সংগঠনের কর্মীদের আটকায় পুলিশ কর্মীরা ৷ পুলিশের সঙ্গে শুরু হয় সংঘর্ষ ৷ পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে চলে । এরপর আবার কলেজ মাঠের সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ মিছিল আটকায় ৷ আবারও ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করলে বাম শ্রমিক সংগঠনের কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় । ঘটনায় বেশ কয়েকজন বাম কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে পুলিশ ৷ যদিও চাপে পড়ে তাঁদের নিঃশর্তে ছেড়ে দেওয়া হয় ৷