শান্তিপুর, 2 জুলাই : পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শান্তিপুরের গোবিন্দপুরে বিক্ষোভ দেখাল বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ ৷ শুক্রবার বেলা একটা নাগাদ গোবিন্দপুর পেট্রোল পাম্পে এই বিক্ষোভ দেখায় বামেরা ৷ বিক্ষোভকারীদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে কেন্দ্র সরকার জনবিরোধী পদক্ষেপ গ্রহণ করেছে ৷ লকডাউনে মানুষ কাজ হারিয়েছে ৷ অনেকেই বাড়ি থেকে অর্ধেক বেতনে কাজ করছেন ৷ এই পরিস্থিতিতে পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে ৷ যার প্রভাব সরাসরি নিত্য প্রয়োজনীয় জিনিসে পড়ছে ৷
গত দু’মাস ধরে লাগাতার উর্ধ্বমুখী পেট্রোল ও ডিজেলের দাম ৷ যার প্রভাব নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে পড়েছে ৷ এই পরিস্থিতিতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সাধারণ মানুষ নাজেহাল ৷ সিআইটিইউ’র তরফ থেকে বলা হয়, অনেকে কর্মহীন হয়ে বাড়িতে বসে রয়েছেন ৷ সাধারণের পকেটে টাকা নেই ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রের জনবিরোধী নীতিতে পুঁজিপতিদের পকেট ভরছে ৷ সিআইটিইউ-র অভিযোগ বিজেপি ভোটে জিতে বলেছিল, ‘সবকা সাথ-সবকা বিকাশ-সবকা-বিসওয়াস’৷ কিন্তু সরকার গঠন হয়ে যাওয়ার পর সেই স্লোগান ভুলে গেছে কেন্দ্রের বিজেপি সরকার ৷ মোদি সরকার পুঁজিপতিদের সঙ্গে থেকে তাঁদের বিকাশের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে ৷