নদিয়া, 14 সেপ্টেম্বর : নদীয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় চার্জশিটে জগন্নাথ সরকারের নাম নথিভুক্ত করল CID । আজ সাপ্লিমেন্টারি চার্জশিটে জগন্নাথ সরকারের নাম রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয় । এর পাশাপাশি বিধায়ক খুনের মামলায় এখনই অব্যাহতি পাচ্ছেন না BJP নেতা মুকুল রায়। তাঁর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে CID ।
উল্লেখ্য, গতবছর 9 ফেব্রুয়ারি সরস্বতী পুজোর এক অনুষ্ঠানে নিজের বাড়ির ঢিলছোড়া দূরত্বে গুলিবিদ্ধ হয়ে খুন হন নদীয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল কংগ্রেসের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস । 10 তারিখে কৃষ্ণগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রত্যক্ষদর্শী মিলন সাহা । ওই চার্জশিটে মূল অভিযুক্ত অভিজিৎ পুন্ডারী, সুজিত মন্ডল, নির্মল ঘোষ, কালিপদ মণ্ডল, কার্তিক মণ্ডল এবং মুকুল রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । এরপর এই তদন্তের ভার তুলে দেওয়া হয় CID-র হাতে । CID তদন্ত শুরু করে গতবছরের 8 মে প্রথম চার্জশিট জমা দেয় । যদিও সেখানে কালিপদ মণ্ডল, কার্তিক মণ্ডল এবং মুকুল রায়ের নাম চার্জশিটে বাদ যায় । অভিযুক্ত সুজিত মণ্ডল, অভিজিৎ মণ্ডল এবং নির্মল ঘোষের নামে চার্জশিট জমা করে CID । অভিযুক্ত তিন জন এখনও জেল হেফাজতে রয়েছে ।