পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 6, 2023, 9:22 PM IST

ETV Bharat / state

Pnchayat Elections 2023: সিপিএম-তৃণমূলের মিছিলে উত্তেজনা, জখম তেহট্ট থানার আইসি

সিপিএম-তৃণমূলের মিছিলে উত্তেজনা । অশান্তি থামাতে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উত্তেজিত সমর্থকদের বিরুদ্ধে ৷ ঘটনায় জখম তেহট্ট থানার আইসি হাসপাতালে চিকিৎসাধীন ৷

Etv Bharat
সিপিএম ও তৃণমূলের মিছিলে উত্তেজনা

নদিয়া, 6 জুলাই:সিপিএম-তৃণমূলের মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা ৷ ঘটনা আহত আইসি-সহ একাধিক পুলিশকর্মী ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তেহট্ট থানার আইসি ৷ বুধবার নদীয়ার শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের আশরাফপুর এলাকার ঘটনা ৷ ঘটনার পরেই এলাকাবাসীরাও আতঙ্কিত হয়ে পড়েন ৷ প্রশ্ন রাজনৈতিক দলের অশান্তি মেটাতে গিয়ে যেখানে পুলিশ আক্রান্ত সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ?

জানা গিয়েছে, বুধবার রাতে আশরাফুল এলাকায় তৃণমূল সমর্থক-সিপিএমের পক্ষ থেকে একটি নির্বাচনী প্রচার মিছিল বের হয়েছিল ৷ মিছিল এলাকায় আসতেই সিপিএম-তৃণমূলের সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ৷ খবর পৌঁছয় তেহট্ট থানায় ৷ অশান্তির খবর নিমেষের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে ৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছয় তেহট্ট থানার পুলিশ ৷ পুলিশ দেখেই আক্রমণাত্নক হয়ে ওঠে দুই দলের সমর্থকরা ৷ পুলিশের উপর আক্রমণ করে । ইট ও লাঠি দিয়ে পুলিশকে আঘাত করা হয় বলে অভিযোগ। একাধিক গাড়ি ভাঙচুর করা হয় । রক্তাক্ত হন একাধিক পুলিশ কর্মী । ঘটনাস্থলে উপস্থিত তেহট্ট থানা আইসি তাপস রায়ের মাথায় ইটের আঘাত লাগে ৷ রক্তাক্ত অবস্থায় আহত পুলিশকর্মীদের উদ্ধার করে তেহট্ট মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি আইসি তাপস রায়।

আরও পড়ুন : বিজেপির জেলা সভাপতির গাড়ি লক্ষ্য করে গুলি, জলপাইগুড়িতে চাঞ্চল্য

ঘটনায় কারা অভিযুক্ত তা এখনও জানা যায়নি ৷ ইতিমধ্যই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনও বড়সড় ঝামেলা না ঘটে সেদিকেও সতর্ক রয়েছে পুলিশ । পঞ্চয়েত নির্বাচন শুরু হতে আর মাত্র দু‘দিন বাকি ৷ আজই প্রচারের শেষ দিন ৷ শেষ বেলার প্রচার নেমে পড়েছে শাসক থেকে শুরু করে বিজেপি ও সিপিএম-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি ৷ নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক হিংসার ঘটনা ৷ প্রকট হচ্ছে রাজনৈতিক দলগুলির তরজা ৷

ABOUT THE AUTHOR

...view details