কৃষ্ণনগর, 9 জুন :সেরিব্রাল পালসিতে আক্রান্ত হয়েও বৃত্তির জমানো টাকা রেড ভলান্টিয়ারের হাতে তুলে দিল দশম শ্রেণির এক ছাত্রী ৷ নদিয়ার কৃষ্ণনগরের ঘটনা ৷
কৃষ্ণনগর চুনারিপাড়ার বাসিন্দা পরেশ দত্ত ছাত্রাবস্থা থেকেই বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ৷ তাঁর স্ত্রী বনানী কুণ্ডু বর্ধমানের একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা ৷ তাঁদের একমাত্র মেয়ে পূরবী 2005 সালে জন্মের তিনদিন পরই সেরিব্রাল পালসিতে আক্রান্ত হয় ৷ তারপর থেকে চিকিৎসা চলে নিয়মিত ৷ বর্তমানে কৃষ্ণনগর রাষ্ট্রীয় বিদ্যালয়ের ছাত্রী সে ৷
ইউটিউব চ্যানেলের সৌজন্যে পূরবীর পরিচিতির পরিধি এখন অনেকটাই বেড়েছে ৷ কবিতা লিখেই সকলের মন জয় করে সে ৷ পূরবী জানিয়েছে, ‘‘সোশ্যাল মিডিয়ায় রেড ভলান্টিয়ারদের কর্মকাণ্ড দেখে মনে হত ওদের সঙ্গে সহযোগিতা করি ৷ কিন্তু শারীরিক কারণে উপায় না থাকলেও আমার বৃত্তির টাকা সঞ্চিত ছিল ৷ সেই অর্থ সাধারণ মানুষের কাজে লাগাতে চেয়েছি ৷’’