পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বুথ থেকে বেরিয়ে যেতে বলল কেন্দ্রীয় বাহিনী, তৃণমূলকে আক্রমণ জয়প্রকাশের - central force take out jaypraksh at karimpur

করিমপুরের পিপুলখোলা প্রাইমারি স্কুল ভোটগ্রহণ কেন্দ্র থেকে BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে বেরিয়ে যেতে বললেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ।

ছবি

By

Published : Nov 25, 2019, 10:09 AM IST

Updated : Nov 25, 2019, 10:29 AM IST

করিমপুর, 25 নভেম্বর : সকাল থেকে করিমপুর বিধানসভার বিভিন্ন বুথে যাচ্ছেন BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদার ৷ পিপুলখোলা প্রাইমারি স্কুলের ভোটগ্রহণ কেন্দ্রে গেলে বুথ থেকে তাঁকে চলে যেতে বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ যা নিয়ে জওয়ানদের সঙ্গে বাদানুবাদে বাধে BJP প্রার্থী ৷ ওই বুথে তৃণমূল তাঁদের এজেন্টকে বসতে দেয়নি বলে অভিযোগ করেন ৷

দেখুন ভিডিয়ো

এই বিষয়ে তিনি বলেন, "এখানকার তিনটি বুথ থেকে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা আমাদের এজেন্টদের সকালবেলায় মেরে বের করে দিয়েছে ৷ আসলে তৃণমূল কংগ্রেস বুলবুল ঝড়ের থেকেও বেশি ভয় পাচ্ছে BJP ঝড়কে ৷ আর এইদিকে, কেন্দ্রীয় বাহিনী এখানকার নিয়ম জানে না ৷ বুথ সামলাতে গিয়ে ওরা বুঝতে পারছে না কারা গন্ডগোল করছে আর কারা করছে না ৷ "

Last Updated : Nov 25, 2019, 10:29 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details