পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 16, 2022, 4:30 PM IST

ETV Bharat / state

CBI On Hanskhali Rape Probe : হাঁসখালি ধর্ষণকাণ্ডের তদন্তে নাবালিকার মা-বাবাকে তলব সিবিআইয়ের

কলকাতা হাইকোর্টের নির্দেশে হাঁসখালি ধর্ষণকাণ্ডের তদন্ত শুরু করেছে সিবিআই (CBI Starts Hanskhali Rape Probe ) ।

Hanskhali Rape Probe
হাঁসখালি ধর্ষণকাণ্ডের তদন্তে নাবালিকার মা,বাবাকে তলব সিবিআইয়ের

হাঁসখালি, 16 এপ্রিল: হাঁসখালি ধর্ষণকাণ্ডে নাবালিকার বাবা, মা এবং এক আত্মীয়কে তলব করল সিবিআই। ইতিমধ্যেই সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে তদন্তকারীদের সামনে হাজির হয়েছেন তাঁরা ৷ নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা সেদিন রাতের ঘটনার বিবরণ, তার পরে কী ঘটেছিল এইসব বিষয়ে জানার চেষ্টা করছেন ৷ তাঁদের বয়ানও নথিভুক্ত করা হবে বলে জানা গিয়েছে ৷

উল্লেখ্য, হাঁসখালিতে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে ব্রজ গোয়ালির বিরুদ্ধে ৷ পরে ওই নাবালিকার মৃত্যু হয় ৷ এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই অভিযুক্ত ও তার এক সঙ্গীকে গ্রেফতার করে ৷ বর্তমানে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে (CBI Starts Hanskhali Rape Probe) ৷ তারা ইতিমধ্যেই আরও একজনকে গ্রেফতার করে । এই ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ৷ ঘটনার পাঁচ দিন পর থানায় অভিযোগ দায়ের করে নিগৃহীতার পরিবার ৷

আরও পড়ুন :ইংরেজবাজার ধর্ষণকাণ্ডে আইসি-সহ 3 পুলিশ কর্তাকে তলব পর্যবেক্ষক দময়ন্তী সেনের

এমকি নাবালিকার দেহ ময়নাতদন্ত না করেই, ডেথ সার্টিফিকেট ছাড়াই তড়িঘড়ি তার দেহ পুড়িয়ে ফেলে হয় বলেও জানা গিয়েছে ৷ অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় তাদের চাপেই নাবালিকার দেহ দ্রুত সৎকার করা হয় বলে অভিযোগ উঠছে ৷ এই ধর্ষণকাণ্ডের তদন্তে নেমে ইতিমধ্যেই মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেছেন সিবিআইয়ের তদন্তকারীরা ৷ নাবালিকার মা, বাবার সঙ্গেও তাঁরা কথা বলেন ৷ শনিবার তাঁদের ডেকে পাঠানো হল সিবিআই অফিসে ৷

ABOUT THE AUTHOR

...view details