হাঁসখালি, 15 এপ্রিল: হাঁসখালি গণধর্ষণকাণ্ডে অভিযুক্ত সোহেল গোয়ালির বাড়ি সিল করে দিল সিবিআই (CBI Seals Main Accused Sohail Gowali's House in Hanskhali Rape Case) ৷ এ দিন মৃত নাবালিকার বাড়িতে গিয়ে তাঁর বাবা-মা’র সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন সিবিআই এর আধিকারিকরা ৷ সেখানে সিবিআই আধিকারিকদের ঘটনার দিনের এবং তার পর থেকে ঘটে চলা সবকিছু সিবিআই আধিকারিকদের জানান তাঁরা ৷ অভিযোগ করা হয়, ঘটনার দিন তাঁদের প্রাণে মারার হুমকি দেওয়া হয় ৷ এর পর চিকিৎসকের মৃত্যু সংশাপত্র ছাড়াই তড়িঘড়ি নাবালিকার দেহ সৎকার করিয়ে দেওয়া হয় ৷
এ দিন নাবালিকার বাবা-মা’র সঙ্গে কথা বলার পর সিবিআই এর ডিজি’র নেতৃত্বাধীন তদন্তকারী দল মূল অভিযুক্ত সোহেল গোয়ালির বাড়িতে যায় ৷ সেখানেই 5 মার্চ নারকীয় ঘটনা ঘটেছিল ৷ সেখান থেকে সিবিআই আধিকারিকরা বেশকিছু নমুনা সংগ্রহ করেন ৷ নমুন সংগ্রহের পর সিবিআই আধিকারিকরা সেখান থেকে চলে আসেন ৷ বেশ কিছুক্ষণ পর সিবিআই এর ডিজি এবং অন্যান্য আধিকারিকরা ফের ঘটনাস্থলে যান ৷ সেখানে গিয়ে তাঁরা অভিযুক্ত সোহেল গোয়ালির বাড়ি সিল করে দেন ৷