পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Leader Attacked: বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতী হামলা - Miscreants attacked BJP leader in Nadia

ঘটনাস্থলে যায় রানাঘাট থানার পুলিশ। লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে । ওই দুষ্কৃতীদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে (BJP leader attacked in Nadia)।

BJP Leader Attacked
নদিয়া দক্ষিণ বিজেপি এসি মোর্চার সভাপতির গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতি হামলা

By

Published : Aug 8, 2022, 10:12 AM IST

নদিয়া, 8 অগস্ট:রবিবাররাতে নদীয়ার দক্ষিণ জেলা বিজেপি মোর্চার সভাপতি অঙ্কন সরকারের লক্ষ্য করে দুই দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ । ফুলিয়ায় তাঁর নিজের বাড়ি থেকে চাকদায় দলীয় একটি সভা করতে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে (Miscreants attacked BJP leader in Nadia ) ।

আরও পড়ুন: 'এসএসকেএম থেকেই নিজাম প্যালেসে আসুন,' অনুব্রতকে স্পষ্ট নির্দেশ সিবিআইয়ের

জানা গিয়েছ হবিবপুরের আগে দোহার পাড়া এলাকায় হঠাৎই দুই যুবক মোটরসাইকেল করে এসে গাড়ি থামানোর জন্য অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে । কিন্তু তিনি গাড়ি থামাননি। এরপর বিপদ বুঝে গাড়ির গতি বাড়ান অঙ্কন (BJP leader attacked in Nadia) । সেসময় গাড়ির পেছন দিক থেকে একটি শব্দ শুনতে পান তিনি । আরও কিছুটা এগিয়ে গিয়ে হবিবপুরের কাছে গাড়ি থামিয়ে লক্ষ্য করেন তার গাড়ির ডান দিকে গাড়ি জানালার কাচ ভাঙা। এর পরই অঙ্কনবাবু ঘটনাস্থল থেকে তাঁর দলের বিধায়ক থেকে শুরু করে সাংসদদের সঙ্গে ফোনে কথা বলেন । তাঁরা অবিলম্বে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেন । পরে ঘটনাস্থলে যায় রানাঘাট থানার পুলিশ। লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে । ওই দুষ্কৃতীদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details