কলকাতা, 26 এপ্রিল :রানাঘাট গণধর্ষণ-কাণ্ডে মৃত নির্যাতিতার দেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত দ্বিতীয়বার করা হোক ৷ এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court ordered second autopsy of rape victim ) । ডিএসপি পদমর্যাদার অফিসারকে তদন্তের দায়িত্ব দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ আগামী 11 মে আদালতে তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করতে হবে রাজ্যকে । এছাড়া প্রথম ময়নাতদন্তের রিপোর্ট আদালতকে দেওয়ার পাশাপাশি মামলাকারীকেও দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা।
মামলার শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, "ঘটনা ঘটেছে 7 মার্চ অথচ 17 তারিখের পর কান্নাকাটি শুরু করেছে পরিবারের লোকজন। স্থানীয় থানা থেকে বারবার মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে, থানার এসপির সঙ্গে প্রত্যেকবার অসহযোগিতা করেছে পরিবার।"
মামলাকারীর আইনজীবী সৌম্যশুভ্র রায় নির্যাতিতার পরিবারের তরফে বলেন, "21 এপ্রিল আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আর 22 এপ্রিল থেকে পুলিশ সমস্ত তৎপরতা শুরু করেছে। তার আগে পুলিশের কাছে প্রথম ময়নাতদন্তের রিপোর্ট চাওয়া হলেও পুলিশ তা দেয়নি। 7 মার্চ ঘটনার পর সঙ্গে সঙ্গে আমরা পুলিশের দ্বারস্থ হয়েছিলাম ৷ পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। কারণ অভিযুক্ত রাজনৈতিক দলের সদস্য।"