কলকাতা, 19 ডিসেম্বর:নদিয়ার (Nadia) হাঁসখালি ধর্ষণ ও খুনের (Hanskhali Rape and Murder) মামলায় আইনি সহায়তা পরিষেবার (Legal Aid Service) ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ এই ঘটনায় আগেই নিগৃহীতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত ৷ কিন্তু, সেই নির্দেশের পর থেকে এখনও পর্যন্ত ন্যূনতম ক্ষতিপূরণ দেওয়া হয়নি ৷ উলটে মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানাল 'লিগ্যাল এইড' ! তাদের এমন আচরণে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি ৷
সোমবারের শুনানি পর্বে প্রধান বিচারপতি লিগ্যাল এইডের আইনজীবীকে বলেন, "আমরা আশা করছি, লিগ্যাল এইড সার্ভিস অথরিটি আরও দায়িত্বশীল হবে ৷ কিছু অস্পষ্ট শব্দ বলে বিষয়টি আড়াল করার চেষ্টা চলছে ৷ আপনাদের জন্য কত মানুষকে ভুগতে হচ্ছে ! এত গুরুতপূর্ণ মামলায় কেন আপনারা 'ইনস্ট্রাকশন' না নিয়ে আসেন ? দায়সারাভাবে কাজ হয় না ৷ যেখানে নির্দিষ্ট 'স্কিম' আছে, সেখানে আবার আলাদা 'ইনস্ট্রাকশন' দরকার আছে কি ? কালই লিগ্য়াল এইড সার্ভিস কর্তৃপক্ষকে জানাতে হবে, এই বিষয়ে তাদের করণীয় কতটা এবং তারা এখনও পর্যন্ত কী করেছে ! এভাবে দিনের পর দিন সময় নেওয়া যায় না ৷"