নদিয়া, 30 জুন : রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধের ক্ষেত্রে বেশ কিছুটা শিথিলতা এনেছে সরকার ৷ সেই মতো আগামিকাল থেকে রাজ্যে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা শুরু হচ্ছে ৷ তবে, 50 শতাংশের বেশি যাত্রী তোলা যাবে না বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার ৷ সেই নির্দেশ মতো বাস পরিষেবা শুরু হচ্ছে নদিয়া জেলাতেও ৷ সকাল ছ‘টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত বাস চলবে জেলাতে ৷ তবে, পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে বেশিদিন বাস চালানো সম্ভব হবে না বলে জানিয়ে দিয়েছে নদিয়ার বাস মালিক সংগঠনগুলি ৷
1 জুলাই থেকে রাজ্যে পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক হবে ৷ তবে, সেক্ষেত্রেও বেশকিছু বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার ৷ যার মধ্যে অন্যতম হল, 50 শতাংশ যাত্রী নিয়ে বাস চালাতে পারবে বাস মালিক সংগঠনগুলি ৷ সেই নিয়ম মেনে আগামিকাল থেকে নদিয়া জেলায় শুরু হচ্ছে বাস পরিষেবা ৷ কিন্তু, যে হারে ডিজেলের দাম বেড়েছে, তাতে 50 শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো প্রায় অসম্ভব বলে মনে করছে বাস মালিক সংগঠনগুলি ৷ তারা জানিয়ে দিয়েছে, যে হারে ডিজেলের দাম বাড়ছে তাতে বেশিদিন 50 শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো সম্ভব হবে না ৷