পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Santipur Road Accident : শান্তিপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, মৃত 1 শিশু - শান্তিপুরে পথ দুর্ঘটনা

শান্তিপুরে পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হল এক শিশুর (santipur news) ৷ আহত একাধিক ৷ দুপুর তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে শান্তিপুরের ফুলিয়াপাড়া-বেলঘড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 34 নম্বর জাতীয় সড়কে ।

Santipur Road Accident
শান্তিপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস

By

Published : Dec 29, 2021, 4:27 PM IST

Updated : Dec 29, 2021, 6:21 PM IST

শান্তিপুর, 29 ডিসেম্বর : নদিয়ার শান্তিপুরে পথ দুর্ঘটনা (Santipur Road Accident) ৷ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস । ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুর ৷ গুরুতর আহত ও আশঙ্কাজনক অবস্থায় একাধিক জনকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল ও রানাঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বুধবার দুপুর তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে শান্তিপুরের ফুলিয়াপাড়া-বেলঘড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 34 নম্বর জাতীয় সড়কে ।

জানা গিয়েছে, কৃষ্ণনগর-রানাঘাটগামী একটি লোকাল বাস শান্তিপুরের দিকে যাওয়ার সময় ফুলিয়া-বেলঘড়িয়া 1 নম্বর পঞ্চায়েতের 34 নম্বর জাতীয় সড়কের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় । যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুর ৷ আহত হন একাধিক যাত্রী ৷

শান্তিপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস

যদিও স্থানীয়দের দাবি বাসটি অতি দ্রুতগতিতে আসছিল ৷ রাস্তা খারাপ থাকার কারণে চালকের ভুলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি । খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ, শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ও নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু-সহ তৃণমূলের একাধিক নেতা-কর্মী ।

আরও পড়ুন :Hanskhali Road Accident : ফের দুর্ঘটনা হাঁসখালিতে, লরির ধাক্কায় মৃত 1

Last Updated : Dec 29, 2021, 6:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details