কলকাতা/কৃষ্ণনগর, 8 ফেব্রুয়ারি: ফের বিএসএফ (BSF) জওয়ানদের উপর হামলার অভিযোগ উঠল বাংলাদেশি চোরাকারবারিদের (Bangladeshi Smugglers) বিরুদ্ধে । চাপড়া থানা এলাকার পর এবার নদিয়া জেলার হাঁসখালি সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটেছে । মঙ্গলবার রাতে যেখানে ঘটনাটি ঘটে, সেটি বিএসএফের কৃষ্ণনগর সেক্টরের পাখিউড়া বর্ডার আউট পোস্ট এলাকার মধ্যে অবস্থিত । বিএসএফ সূত্রের দাবি, কাঁটাতারের ওপার অর্থাৎ বাংলাদেশ সীমান্ত (Bangladesh Border) এলাকা থেকে 6-7 জন দুষ্কৃতী ভারতে প্রবেশের চেষ্টা করে । বাধা দেন কর্তব্যরত বিএসএফ কর্মীরা । তখন চোরাকারবারীরা ধারালো অস্ত্র দিয়ে জওয়ানদের ওপর হামলা চালায় (BSF Jawans Attacked by Bangladeshi Smugglers) । প্রতিরোধের সময় একজন চোরাকারবারী প্রথমে আহত হয় ৷ পরে মারা যায় ।
বিএসএফ সূত্রের বক্তব্য, মঙ্গলবার রাত প্রায় 9 টা 40 মিনিট নাগাদ কৃষ্ণনগর সেক্টরের অধীনে বর্ডার আউট পোস্ট পাখিউড়ায় 8 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা সীমান্ত এলাকায় ডিউটি করছিলেন । সেই সময় ঘন অন্ধকার এবং ঘন কলা বাগানের সুযোগ নিয়ে 6 থেকে 7 জন চোরাকারবারী বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করে । বাধা দেন কর্তব্যরত বিএসএফের জওয়ানরা । সঙ্গে সঙ্গে চোরাকারবারীরা ধারালো অস্ত্র দিয়ে জওয়ানদের ওপর হামলা চালায় ।
আত্মরক্ষায় বিএসএফ জওয়ানরা পাম্প অ্যাকশন বন্দুক দিয়ে গুলি করেন ৷ কিন্তু ঘন অন্ধকারের সুযোগ নিয়ে চোরাকারবারীরা বাংলাদেশের দিকে পালিয়ে যায় । পরে এলাকায় তল্লাশি চালিয়ে ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে আন্তর্জাতিক সীমান্তের প্রায় 400 মিটার দূরে সরিষা খেতে একজন ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় । ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে ।