তেহট্ট, 14 নভেম্বর : দীপাবলিতে অন্ধকার শহিদ জওয়ানের পরিবারে । মাত্র 24 বছরেই থেমে গেল জীবন যুদ্ধের চাকা । জম্মু ও কাশ্মীরে কর্মরত অবস্থায় পাকিস্তানি সেনার গুলিতে শহিদ হন নদিয়ার বাসিন্দা BSF জওয়ান সুবোধ ঘোষ । খবর পৌঁছাতেই গোটা এলাকায় শোকের ছায়া ।
নদিয়ার তেহট্ট থানার রঘুনাথপুরের বাসিন্দা সুবোধ ঘোষ । বাবা গৌরাঙ্গ ঘোষ চাষ করে কোনওরকমে সংসার চালাতেন । একটি বোনও রয়েছে তাঁর । চার বছর আগে ছেলে BSF-এ যোগ দেওয়ার পর তাঁদের সংসারের কিছুটা হাল ফেরে । বোনের বিয়ে হয়ে যাওয়ার পর এক বছর আগে নিজেও বিয়ে করেন সুবোধ । তিন মাসের একটি সন্তান রয়েছে তাঁর ।