পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাস্তার ধার থেকে উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত দেহ - রাস্তার ধার থেকে উদ্ধার যুবকের দেহ

প্রতিদিনের মতো গত রাতেও কাজে বেরিয়েছিলেন । আজ সকালে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে স্থানীয় বাসিন্দারা তাঁর ক্ষতবিক্ষত দেহ রাস্তার ধারে পড়ে থাকতে দেখে । তারাই খবর দেয় পরিবারের সদস্যদের ।

dead body
যুবকের দেহ

By

Published : Mar 16, 2020, 5:15 PM IST

Updated : Mar 16, 2020, 6:17 PM IST

শান্তিপুর, 16 মার্চ : রাস্তার ধার থেকে উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত দেহ । নাম পরিতোষ বর্মণ(35) । ঘটনাটি শান্তিপুরের চর জিজিরা এলাকার । ঘটনায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের তরফে ।

নদিয়ার শান্তিপুর থানার চর জিজিরা এলাকার বাসিন্দা পরিতোষ বর্মণ । একটি হোটেলে দিন মজুরের কাজ করতেন । প্রতিদিনের মতো গতরাতেও কাজে বেরিয়েছিলেন । আজ সকালে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে স্থানীয় বাসিন্দারা তাঁর ক্ষতবিক্ষত দেহ রাস্তার ধারে পড়ে থাকতে দেখে । তারাই খবর দেয় পরিবারের সদস্যদের । পরিতোষকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । পরে পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায় ।

যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

মৃতের বাবা দীনেশ বর্মণ বলেন, "ছেলের কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল না । কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় সে । তবে, তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে । মোবাইলটাও পাওয়া যাচ্ছে না । আর তাই আমার সন্দেহ হচ্ছে এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে । পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি ।" ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Last Updated : Mar 16, 2020, 6:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details