পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যুবকের রহস্যমৃত্যু, রাজনীতির বলি না কি ব্যক্তিগত রোষ? উঠছে প্রশ্ন - ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ নদিয়ার ধুবুলিয়ার পাতলা গ্রামে একটি লিচুবাগান থেকে দীপঙ্কর বারুই নামে ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে আজ সকালে ৷ পুরনো রোষের কারণেই তাঁকে হত্য়া করা হয়েছে বলে অনুমান পুলিশের ৷

body of a young man recover in a Litchi garden in dhubulia nadia
যুবকের রহস্যমৃত্যু, রাজনীতির বলি না কি ব্যক্তিগত রোষ? উঠছে প্রশ্ন

By

Published : Apr 8, 2021, 3:23 PM IST

নদিয়া, 8 এপ্রিল : নদিয়ার ধুবুলিয়া থানার পাতলা গ্রামে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ৷ নিহত দীপঙ্কর বারুই প্রতিদিনই বাড়ি থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতেন ৷ তেমনি গতকাল বাড়ি থেকে বেরিয়ে যান তিনি ৷ তারপর রাতে আর বাড়ি ফেরেননি ৷ আজ সকালে বাড়ির কাছেই একটি লিচুবাগান থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে ৷

নিহত যুবকের পরিবারের তরফে জানানো হয়েছে, গতকাল দুই বন্ধু তাঁকে ফোন করে ডেকে পাঠায় তাঁদের রোজের আড্ডার জায়গায় ৷ তাঁরা ঠিক সময়ে বাড়ি ফিরলেও দীপঙ্কর ফেরেননি ৷ অন্যদিকে, এই খুনের ঘটনায় রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে ৷ কৃষ্ণনগর দক্ষিণের বিজেপি প্রার্থী মহাদেব সরকারের দাবি, দীপঙ্কর বারুই বুধবার তাঁদের মিছিলে হেঁটেছিলেন এবং তিনি বিজেপির দলীয় কর্মী ৷ ঘটনার তদন্ত করে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করুক এই দাবি জানিয়েছেন তিনি ৷ অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে এই ঘটনায় কোনও রাজনৈতিক যোগ নেই বলে দাবি করা হয়েছে ৷ তাদের কথায়, ওই যুবক কোনওদিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না ৷

যুবকের রহস্যমৃত্যু, রাজনীতির বলি না কি ব্যক্তিগত রোষ? উঠছে প্রশ্ন

আরও পড়ুন : দুবরাজপুরে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার

তৃণমূল নেতৃত্বের সুরেই সুর মিলিয়েছেন নিহত দীপঙ্কর বারুইয়ের দিদি শিল্পা সরকার ৷ তিনি জানিয়েছেন, তাঁর ভাই কোনওদিন রাজনীতি করেননি ৷ তবে, কয়েকদিন আগে কয়েকজনের সঙ্গে তাঁর মারামারি হয়েছিল ৷ সেই মারামারির জেরেই এই খুন বলে মনে করছেন তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details