পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Leader Body Recovered: হোটেলের ঘর থেকে উদ্ধার বিজেপি নেতার ঝুলন্ত দেহ

দু'দিন আগেই বাড়ি থেকে বেরিয়ে নদিয়ার কল্যাণীর একটি হোটেলে এসে উঠেছিলেন বিজেপির মণ্ডল সভাপতি ৷ বাড়ির লোক ও নেতা-কর্মীরা কেউই বিষয়টি জানতেন না ৷ শনিবার সেই হোটেলের ঘর থেকেই উদ্ধার ওই বিজেপি নেতার ঝুলন্ত দেহ ৷

Etv Bharat
মৃত বিজেপি নেতা

By

Published : Aug 6, 2023, 9:11 AM IST

মৃত বিজেপি নেতার স্ত্রী ও দলীয় নেতার বক্তব্য

কল্যাণী, 6 অগস্ট: হোটেলের ঘর থেকে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল শনিবার। ঘটনার তদন্তে নেমেছে কল্যাণী থানার পুলিশ । জানা গিয়েছে, মৃত ওই বিজেপি নেতার নাম সুদীপ ঘোষ ৷ বাড়ি হুগলি জেলার গুড়াপে । তিনি ধনিয়াখালি বিধানসভার 2 নম্বর অঞ্চলের বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন ।

সূত্রের খবর, গত দু'দিন আগে কল্যাণীর একটি হোটেলে ঘর ভাড়া নেন সুদীপ। শনিবার সকালে ওই হোটেলেরই ঘরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন হোটেলের কর্মীরা ৷ এরপর কল্যাণী থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে জেএনএম হাসপাতালে নিয়ে যায় ৷ যদিও সেখানেই চিকিৎসকরা সুদীপকে মৃত বলে ঘোষণা করেন।

হোটেলের ম্যানেজার জানিয়েছেন, শুক্রবার রাতেও ওই বিজেপি নেতা খোশমেজাজে ছিলেন। অনেকেই তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন ৷ কিন্তু রাতে শুধু দুটো জলের বোতল অর্ডার দিয়েছেলেন ৷ এরপর নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েন । অন্যদিকে, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন মৃত বিজেপি নেতার পরিবার-সহ ধনিয়াখালি বিধানসভা এলাকার বিজেপি নেতারা।

তাঁদের দাবি, গত পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের চোখ রাঙানিকে উপেক্ষা করেও দলের জন্য লড়াই করেছিলেন সুদীপ। বেশ কিছুদিন ধরে পারিবারিক অশান্তির কারণে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি ৷ কিন্তু সুদীপ কোথায় ছিলেন বাড়ির সদস্যরা তা জানতে পারেননি। আচমকা তাঁর মৃত্যুর ঘটনা জানতে পেরে হতবাক হয়ে পড়েছেন কর্মীরা । যদিও মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। বিজেপি নেতার স্ত্রী অঞ্জলি ঘোষ বলেন, "বাড়ি থেকে বেরিয়ে কেন নদিয়া জেলায় গিয়েছিল সে ব্যাপারে কিছু জানি না । আমাদের সঙ্গে কোনও অশান্তিও হয়নি। সুদীপ আত্মহত্যা করার ছেলে নয়।"

আরও পড়ুন : রাজ্যে লড়াই বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধেই, বিতর্কে ইতি টেনে কর্মীদের বার্তা সেলিমের

ABOUT THE AUTHOR

...view details