হাঁসখালি, 18 এপ্রিল : হাঁসখালি গণধর্ষণ-কাণ্ডে অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা চাদর এবং শ্মশানের অবশিষ্ট পোড়া জামা-কাপড় (Blood stained sheets recovered from Hanskhali gang rape case) ৷ এই উদ্ধার হওয়া চাদর ও জামা ডিএনএ পরীক্ষার জন্য দিল্লির ফরেনসিক দফতরে পাঠানো হল (sent for forensic investigation) ।
হাঁসখালিতে 14 বছরের নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগ তুলে ঘটনার 5 দিন পর থানায় অভিযোগ দায়ের করে পরিবার। দেহ সৎকার হওয়ার পর এই অভিযোগ দায়ের হয়েছে। ফলে এ ধরনের ঘটনার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ, ময়নাতদন্ত বা মেডিক্যাল রিপোর্ট ৷ উল্লেখ্য কোনওটাই নেই এখানে।
অন্যদিকে মৃত্যু হয়েছে নির্যাতিতার। ফলে নেই তার বয়ানও। এক্ষেত্রে তদন্তের মূল অস্ত্র পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ। এই পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের মধ্যে তদন্তকারীদের কাছে প্রধান অস্ত্র হয়ে উঠৈছে অভিযুক্তের বাড়ি থেকে মেলা রক্তমাখা চাদর। তদন্তকারীদের বক্তব্যে, রক্তের নমুনা থেকে মেলা ডিএনএ-র সঙ্গে মৃত নাবালিকার বাবা ও মায়ের ডিএনএ মিলে গেলে ওই বাড়িতে নাবালিকার উপস্থিতির প্রমাণ স্পষ্ট হবে ৷