শান্তিপুর, 6 অগস্ট : প্রধানমন্ত্রী আবাস যোজনা, নিকাশি ব্যবস্থা, ভ্যাকসিন দুর্নীতি সহ একাধিক অভিযোগ নিয়ে শান্তিপুর পৌরসভায় (Shantipur municipality) অবস্থান বিক্ষোভ করল বিজেপি (BJP) । সেই সঙ্গে পৌরসভায় স্মারকলিপি জমা দিল স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ শুক্রবার শান্তিপুরের বিজেপি যুব মোর্চা (BJPs Yuva Morcha)-র পক্ষ থেকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় শান্তিপুর পৌরসভায় ৷ এছাড়াও শান্তিপুর পৌরসভার সামনে বেশ খানিকটা সময় তারা অবস্থান-বিক্ষোভ করে । ওই বিক্ষোভ থেকে বিজেপির তরফে অভিযোগ করা হয়, যেভাবে ভ্যাকসিন দুর্নীতি ও কালোবাজারি হচ্ছে তার দায় একমাত্র তৃণমূল সরকারের ।
আরও পড়ুন : suvendu adhikari : ডিভিসি নিয়ে অসত্য বলছেন মুখ্যমন্ত্রী, পাল্টা চিঠি দিচ্ছি প্রধানমন্ত্রীকে : শুভেন্দু
এদিন বিজেপির তরফে পেশ করা স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, প্রত্যেকটি স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে গিয়ে সাধারণ মানুষ ভ্যাকসিন না পেয়ে ফিরে আসছেন । কিন্তু কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্যের মতো এ রাজ্যকেও পর্যাপ্ত ভ্যাকসিন দিয়েছে ৷ তৃণমূল সেই ভ্যাকসিন নিয়ে কালোবাজারি এবং দুর্নীতি করছে বলে আজ অভিযোগ করা হয়েছে বিজেপির যুব মোর্চার তরফে । এছাড়াও শান্তিপুর পৌরসভার প্রশাসকমণ্ডলীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি ৷ তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর তৈরি করা নিয়েও দুর্নীতি করছে পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্যরা ৷ অভিযোগ যাঁরা ঘর পাওয়ার উপযুক্ত, তাঁদের ঘর না দিয়ে কাটমানি খেয়ে শান্তিপুরের প্রভাবশালী মানুষদের ঘর করে দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : Health Volunteer : করোনা মোকাবিলায় রাজ্যে দেড় লক্ষ স্বাস্থ্য স্বেচ্ছাসেবক নিয়োগ করছে বঙ্গ বিজেপি
পাশাপাশি শান্তিপুর পৌরসভা অঞ্চলের নিকাশি ব্যবস্থা নিয়েও বিজেপি একাধিক অভিযোগ তুলেছে ৷ তাদের অভিযোগ, শান্তিপুর শহরের বিভিন্ন জায়গায় নিকাশি ব্যবস্থা নেই বললেই চলে । এছাড়াও গোটা শহর জুড়ে আবর্জনা ভর্তি হয়ে রয়েছে ৷ কিন্তু, প্রশাসকমণ্ডলীর পক্ষ থেকে কোনওরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না । আজ এই সব অভিযোগ নিয়ে শান্তিপুর পৌরসভায় একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বিজেপির যুব মোর্চার তরফে । আগামী দিনেও শান্তিপুর পৌরসভার প্রশাসকমণ্ডলী যদি কোনও ব্যবস্থা না নেয়, তাহলে যুব মোর্চার তরফে আরও বড় আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷