কলকাতা, 5 ডিসেম্বর : সত্যজিৎ বিশ্বাসের হত্যা মামলায় শনিবার সিআইডি অতিরিক্ত চার্জশিট পেশ করল বিজেপির সর্বভারতীয় সহ-সম্পাদক মুকুল রায়ের বিরুদ্ধে। শনিবার রানাঘাটের এসিজেএম আদালতে চার্জশিটটি দাখিল করে সিআইডি।
ঘটনার সত্যতা স্বীকার করেন মুকুল রায়ের কৌশুলি সুমন রায়। তিনি জানান যে, সব মিলিয়ে চার্জশিটে নাম আছে ৫ জনের । যাঁর মধ্যে একজন হলেন মুকুল রায় এবং আর একজন হলেন বিজেপি সাংসদ, জগন্নাথ সরকার।
মার্চ মাসে সিআইডি মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করে এবং কলকাতা হাইকোর্ট তাঁর আগাম জামিন মঞ্জুর করে । আজ মুকুল রায় বলেন, ''মিথ্যা মামলা দেওয়া হয়েছে । আমি ভীত নই। আমার বিচার বিভাগের প্রতি পূর্ণ বিশ্বাস আছে । রাজ্যের পুলিশমন্ত্রীর নির্দেশেই আমার নাম চার্জশিটয়ে রাখা হয়েছে ।"