কৃষ্ণনগর, 12 জুলাই : বিধানসভা নির্বাচনের আগে বহু তৃণমূল নেতা-কর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছিল রাজ্যে । তবে বিধানসভা নির্বাচনের পরে উল্টো স্রোত বইতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে । বিজেপি ছেড়ে অনেকেই পুনরায় তৃণমূলে যোগ দিচ্ছেন । এবার বিজেপি ছেড়ে প্রায় কয়েকশো বেশি বিজেপি কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ।
সোমবার নদিয়ার কৃষ্ণনগরে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস উল্লেখ্য, রাজ্যের তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগদান করতে । এর আগেও নদিয়ার একাধিক জায়গায় বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অনেকেই । এবার কৃষ্ণনগরে প্রায় কয়েকশো বেশি যুবক বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ।