কলকাতা ও নদিয়া, 26 অক্টোবর: দুর্গাপুজোর শোভাযাত্রায় বেরিয়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের বেধড়ক মারে ঘটনাস্থলে মৃত্যু হল বিজেপির বুথ কমিটির সহ-সভাপতি অধীর সরকারের। মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ৷ বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই খুন করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার নদিয়ার শান্তিপুর ব্লকের আড়বান্দী দু'নম্বর পঞ্চায়েতের বড় জিয়াকুরেরে। খুনের ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷
শান্তিপুরে বিজেপি কর্মী অধীর সরকারের মৃত্যুর ঘটনায় অবিলম্বে দোষীদের গ্রেফতার করার দাবি তুলে রাজ্য পুলিশের ডিজিকে যথাযথ পদক্ষেপ করার আবেদন করেন শুভেন্দু। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "তৃণমূলের গুণ্ডাদের হাতে নিগৃহীত হয়ে নিহত হয়েছেন নদিয়া জেলার শান্তিপুর ব্লকের আড়বান্দী-২ গ্রাম পঞ্চায়েতের বিজেপি কার্যকর্তা। সবে মায়ের বিসর্জন সম্পন্ন হয়েছে আর এই উৎসবের আবহের মধ্যেও তৃণমূলের দুষ্কৃতীদের হিংস্রতায় কোনও ছেদ পড়েনি। বিশেষ করে বিজেপি কর্মীদের উপর হিংসা চলছে। তৃণমূলের 4-5 জন দুষ্কৃতী বিজেপি কার্যকর্তা অধীর সরকারের উপর চড়াও হয় এবং তাঁকে প্রাণে মেরে ফেলে। আমি পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি দ্রুত দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন।"