পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জয়শ্রীরাম না বলায় তৃণমূল কর্মীকে মারধর, অভিযুক্ত BJP

নদিয়ার তেহট্ট থানার বেতাই এলাকায় জয়শ্রীরাম না বলায় তৃণমূল কর্মীকে মারধর করা হল । অভিযোগের তির BJP-র দিকে ।

তৃণমূল কর্মীকে মারধর

By

Published : May 11, 2019, 12:26 PM IST

Updated : May 11, 2019, 8:08 PM IST

তেহট্ট, 11 মে : জয়শ্রীরাম না বলায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । ঘটনাটি নদিয়ার তেহট্ট থানার বেতাই এলাকার । আক্রান্ত তৃণমূল কর্মীর নাম অর্জুন হালদার । তিনি তেহট্ট হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনায় চার BJP কর্মীর বিরুদ্ধে তেহট্ট থানায় অভিযোগ দায়ের হয়েছে ।

গতকাল বিকেলে বেতাইয়ের বাসিন্দা অর্জুন হালদার দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন । অভিযোগ, পথে কয়েকজন BJP কর্মী তাঁকে দেখে জয়শ্রীরাম স্লোগান দিতে থাকেন । এর পর জয়শ্রীরাম বলার জন্য তাঁর উপর চাপ দিতে থাকেন ওই BJP কর্মীরা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

অর্জুন হালদারের অভিযোগ, জয়শ্রীরাম স্লোগান দিতে অস্বীকার করায় ওই BJP কর্মীরা তাঁকে মারধর করেন। এমনকী প্রাণে মারার হুমকিও দেন । তিনি বলেন, "আমাকে চার-পাঁচ জন ঘিরে রেখে জয়শ্রীরাম বলতে বলছিল । তারপর তেলু হালদার আমাকে মারা শুরু করে । সে বলে জয়শ্রীরাম না বললে আমাকে মেরেই ফেলবে ।"

Last Updated : May 11, 2019, 8:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details