রানাঘাট, 26 মে : BJP-কে ভোট দেওয়ায় মারধর একই পরিবারের চারজনকে । ঘটনাটি নদিয়ার রানাঘাট থানার জয়পুর পশ্চিমপাড়ার । অভিযুক্ত তৃণমূল । আহতদের মধ্যে রয়েছেন দু'জন মহিলাও । তাঁদের হবিবপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে ।
"BJP-কে ভোট দিয়েছিস ?" বলেই মার তৃণমূলের
নদিয়ার রানাঘাটে এবার জিতেছে BJP । তারপরই এক BJP সমর্থকের পরিবারের উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । আক্রান্তদের হবিবপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে ।
23 মে ফলাফল বেরোনোর পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ বদলেছে । 18টি আসন পেয়ে BJP রাজ্যে নিজেদের উত্থানে উল্লসিত । এদিকে রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে হিংসা । নদিয়ার রানাঘাটেও ছবিটা একইরকম । এখানে তৃণমূল প্রার্থী রূপালি বিশ্বাসকে পরাজিত করেছে BJP-র জগন্নাথ সরকার । আক্রান্তদের অভিযোগ, এই সিটে BJP জেতার ফলেই তাঁদের উপর এভাবে আক্রমণ করা হয়েছে । তাঁদের মতে, যারা BJP-কে ভোট দিয়েছে তাঁদের বাড়িতে চড়াও হয়ে মারধর করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।
এবিষয়ে উৎপল বিশ্বাস নামে আক্রান্ত ব্যক্তি হাসপাতালের বেডে শুয়ে বলেন, "ওরা নিজেরা ঝামেলা করছিল । আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম । আমাকে দেখেই বাঁশ, লাঠি, রড দিয়ে মারতে শুরু করে । আমি সেভাবে কোনও রাজনৈতিক দলের সাথে যুক্ত নই । কিন্তু আমার পরিবার BJP-কে ভোট দিয়েছে । এটা জানার পরই তৃণমূলের গুন্ডারা আমাকে মারে । বলে, তোরা কেন BJP-কে ভোট দিয়েছিস ?" একই সুরে এলাকার এক BJP কর্মীও বলেন, "আমাদের পার্টির সমর্থক । BJP-কে ভোট দিয়েছে বলে ওদের গালাগালি করেছে, মারধর করেছে । একই পরিবারের মা, মেয়ে ও ছেলেকে মারধর করা হয়েছে । আমি খবর পেয়ে হাসপাতালে এলাম ।"